পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করে দেহ উদ্ধারের খবর পেয়ে তৎকালীন ওসি-কে নির্দেশ দিয়েছিলেন সন্দীপ - KOLKATA DOCTOR RAPE AND MURDER - KOLKATA DOCTOR RAPE AND MURDER

KOLKATA DOCTOR RAPE AND MURDER: আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের খবর পেয়ে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ ৷ হাসপাতালের অধ্যক্ষ হয়ে তিনি একজন পুলিশ আধিকারিককে কীভাবে নির্দেশ দেন, এবং কেন সেই নির্দেশ মানা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডে সামনে এল নয়া তথ্য (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 5:20 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর:আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন তথ্য হাতে এল সিবিআইয়ের ৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা ৷

সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, গত 9 অগস্ট ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের থেকে প্রথমে বিষয়টি জেনেছিলেন সন্দীপ । আর সন্দীপই নাকি সেদিন টালা থানার তৎকালীন ওসি-কে ফোন করে ঘটনাস্থলে যেতে বলেন । জানা গিয়েছে, এরপরে ঘটনাস্থলে যান অভিজিৎ মণ্ডল । পরে তিনি লালবাজারের পদস্থ আধিকারিকদের গোটা বিষয়টি জানান ।

এখানেই সিবিআইয়ের প্রশ্ন, কেন পুলিশের একজন ওসি-কে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ? পাশাপাশি এই বিষয়ে প্রশ্ন উঠেছে যে, কেন এত বড় ঘটনাটি টালা থানার তৎকালীন অফিসার ইনচার্জ লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের জানাতে দেরি করলেন ?

সিবিআই সূত্রের খবর, এবিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করলেও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দু'জনেই জিজ্ঞাসাবাদের সময় মুখে কুলুপ এঁটেছেন । তবে এবিষয়ে বিশদে তথ্য জানার চেষ্টা করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷

উল্লেখ্য, গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ । পরে তদন্তে উঠে আসে যে, এটি ধর্ষণ ও খুনের ঘটনা । তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেফতার হন কলকাতা পুলিশেরই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় । তবে আদালতের নির্দেশ অনুযায়ী সেই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । পরে এই ঘটনার তদন্তে নেমে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ।

ABOUT THE AUTHOR

...view details