উত্তপ্ত সন্দেশখালিতে রবিবার মানুষের ক্ষোভ অব্যাহত সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: মানুষের মন বুঝতে শনিবার থেকে সন্দেশখালিতে রয়েছেন দুই দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু ৷ তবে দ্বিতীয় দিনে হোঁচট খেতে হল দুই মন্ত্রীকে ৷ দুই মন্ত্রীর দ্বিতীয় দিনের সন্দেশখালি সফরের সময় রবিবার কার্যত রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিলেন গ্রামের মহিলারা ৷
বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের বটতলা এলাকায় এদিন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগপত্র হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ বিক্ষুব্ধ মহিলারা বলেন, "মন্ত্রীরা এতদিন কোথায় ছিলেন ? যখন মা-বোনদের ইজ্জত নিয়ে টানাটানি চলছিল তখন কি কিছু দেখতে পাননি মন্ত্রীরা ? এখন এসে কী হবে ? আমরা চাই না মন্ত্রীদের ৷ আমরা সুবিচার চাই, এলাকার উন্নয়ন চাই ।" ফলে পরিস্থিতি নতুন করে তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বেড়মজুর অঞ্চলে ৷
এদিকে সন্দেশখালি পৌঁছেই রাজ্যের এই দুই মন্ত্রী প্রথমেই বেড়মজুর কাটপোল বাজারের কাছে একটি হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন ৷ মন্ত্রী পার্থ ভৌমিককে খোল-করতালও বাজাতে দেখা যায় ৷ সেখানেও কিন্তু শাহজাহান বাহিনীর জোরজবরদস্তি জমি দখল নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই দুই মন্ত্রীকে ৷ যদিও যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷
গ্রামবাসীরা জানাচ্ছে, তৃণমূল নেতা শেখ শাহজাহান, তৃণমূল নেতা শিবু ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম এবং তাঁর সহযোগীদের অন্যায়-অত্যাচার সহ্য করতে করতে আজ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সন্দেশখালির ৷ তাই ক্ষুব্ধ গ্রামের মহিলারা প্রায় প্রতিদিনই বাঁশ, ঝাঁটা, লাঠি নিয়ে পথে নেমে শাহজাহান ও তাঁর দোসর এবং শাগরেদদের লুটতরাজের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ৷ এর ব্যতিক্রম ঘটেনি রবিবারও ৷
বিক্ষোভের কথা জানতে পেয়ে এদিন পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁদের ঘিরেও চলে এই বিক্ষোভ ৷ শুরু হয় বচসা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ও ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বটতলার রাস্তার ধারে নিজেদের দাবি-দাওয়া আদায়ে ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা ৷ অন্যদিকে, মন্ত্রীদের এই আশ্বাসে আদৌও চিড়ে ভিজবে কি না, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে! এর নেপথ্যে রয়েছে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভ দিনের পর দিন বেড়ে চলা ৷
আরও পড়ুন:
- সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার স্থানীয় আইএসএফ নেত্রী
- 'ভয়ে ভয়ে থাকতাম-রাতে ঘুমোতে পারতাম না', ইটিভ ভারতকে আর কী বললেন সন্দেশখালির নির্যাতিতা
- 'তোমরা বলছ মহিলারা নাটক করছেন', সন্দেশখালি ইস্যুতে পাপিয়ার নিশানায় নচিকেতা-কৌশিক