কলকাতা, 24 ডিসেম্বর: চার মাসের বেশি সময় কেটে গেলও আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার অধরা ৷ এদিকে ফের বিচারের দাবিতে চিকিৎসকদের ধর্না শুরু হয়েছে ধর্মতলায় ৷ মঙ্গলবার সেই মঞ্চে হাজির হলেন নির্যাতিতার বাবা ও মা ৷ এদিন তাঁর বাবা বলেন, "আমাদের এই রাজ্য বা দেশে হাত পেতে বিচার চাইলে পাওয়া যাবে না ৷ বিচার ছিনিয়ে আনতে হবে ৷"
এদিন মেয়ের কথা বলতে গিয়ে তাঁর গলা ধরে আসে ৷ আরজি করের তরুণী চিকিৎসকের বাবা বলেন, "অম্বিকেশ মহাপত্র হীরক রাজার দেশের কথা বলছিলেন। সিনেমায় কটাক্ষের সুরে বলা হয়েছিল, লেখাপড়া করে যে, অনাহারে মরে সে ...। আমিও যদি এই কথাটা মানতাম এবং আমার মেয়ে যদি এই কথাটা বুঝত, যদি ওকে পড়াশোনা না করাতাম, আমায় এই দুর্দিন দেখতে হত না ৷" তিনি চিকিৎসকদের মতো সাধারণ মানুষকে তাঁর পাশে থাকার আহ্বান জানিয়েছেন ৷
জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস্-এর লাগাতার ধর্না অবস্থান কর্মসূচি চলছ ধর্মতলায় ৷ আগামী 26 তারিখ পর্যন্ত আদালত এই অবস্থান চালানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ তবে উদ্যোক্তারা জানাচ্ছেন, পরিস্থিতি বুঝে সময় বৃদ্ধির ব্যাপারে চিন্তা-ভাবনা করা হবে ৷ মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চের তরফে দ্রোহের আলো জ্বালানো হবে ধর্মতলা চত্বরে ৷ পাশাপশি রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালন করার আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা ৷