কলকাতা, 24 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে বৈঠকে মিলল না কোনও সমাধান ৷ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আরজি করের নবনিযুক্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে শনিবার বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ এই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং চিকিৎসকদের বর্তমান দাবি-দাওয়া তুলে ধরা হয় ৷ সেই দাবিগুলি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ৷ তবে, যতদিন না দাবিগুলি কর্তৃপক্ষ মেনে নিচ্ছে, ততদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতি চলবে ৷
আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা দাবি তোলেন, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পিছনের আসল কারণ কী ? তা স্পষ্ট করতে হবে ৷ তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি কারণ স্পষ্ট না হয়, তাহলে চিকিৎসকরা কীভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন ? তাঁদের কথায়, "আমরা কাজে যোগ দিতে চাই দ্রুততার সঙ্গে ৷ একের অধিক কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ? সিবিআই তদন্ত যাতে দ্রুততার সঙ্গে হয়, সেই বিষয় স্বাস্থ্য ভবন দায়িত্ব নিক ৷ এর সঙ্গে কলেজে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? বৈঠকে সেই বিষয় কিছু পরিকল্পনা আন্দোলনকারীরা জমা দিয়েছেন কর্তৃপক্ষকে ৷