কলকাতা, 19 সেপ্টেম্বর: আরও একটি বৈঠক শেষ ৷ সরকারের তরফে ইতিবাচক কথা বলা হলেও, দিনের শেষে আরও একটা নিষ্ফলা বৈঠক দেখল রাজ্যবাসী ৷ দিনভর রাজ্যের মানুষ নবান্নে প্রশাসন ও জুনিয়র চিকিৎসকদের বৈঠকের দিকে তাকিয়ে ছিল। কিন্তু বুধবার মধ্যরাতে এসেও এই বৈঠক থেকে কোনও রফাসূত্র বের হল না ৷ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকররা জানিয়ে দিলেন, তাঁরা কর্মবিরতি থেকে সরছেন না ৷
নবান্ন সভাঘরে প্রায় 5 ঘণ্টা ধরে চলা জুনিয়র চিকিৎসক ও রাজ্য সরকারের বৈঠকে জট কাটার কোনও ইঙ্গিত মিলল না। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের পক্ষে অনিকেত মাহাতো সাংবাদিকদের বলেন, "মোট পাঁচটি দাবি আমরা পেশ করেছিলাম। তার মধ্যে কয়েকটা মানা হলেও, চার এবং পাঁচ নম্বর দাবি দু'টি নিয়ে আজ আলোচনা হওয়ার কথা ছিল ৷ এর মধ্যে স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলিতে সার্বিক নিরাপত্তা, থ্রেট কালচার ও মেডিক্যাল কলেজগুলিতে টাস্ক ফোর্স গঠন বিষয় নিয়ে আলোচনা। অধিকাংশ ক্ষেত্রেই সরকার আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে ৷ তবে কয়েকটি জায়গায় অসুবিধে আছে ৷ আমরা মুখ্যসচিবের কাছে আলোচনার কার্যবিবরণী চেয়েছিলাম ৷ কিন্তু উনি সেটা দেননি ৷ শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন।"