দার্জিলিং, 17 জুলাই: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে ৷ সোমবার জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন । বুধবার বিশেষ বিমানে ক্যাপ্টেনের দেহ বাগডোগরা বিমানবন্দরের বায়ুসেনা ছাউনির আলফা জোনে এসে পৌঁছায় ৷
ডোডোয় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে শেষ শ্রদ্ধা (ইটিভি ভারত) সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল-সহ প্রশাসনিক, পুলিশ ও সেনা আধিকারিকরা ৷
সবার শেষে ক্যাপ্টেন ব্রিজেশকে শ্রদ্ধা জানান তাঁর বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা, মা নিলীমা থাপা ও দিদি নিকিতা থাপা ৷ এদিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে আসেন তাঁর দিদি নিকিতা থাপা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লেবংয়ের পৈতৃক বাড়িতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ আর সেখানেই তাঁকে গান স্যালুটে বিদায় জানানো হবে ৷
এদিন রাজু বিস্তার গলায় ফের শোনা যায় হুঁশিয়ারির সুর ৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "পাকিস্তান হয়তো পাঁচ বছর আগেকার এয়ার স্ট্রাইক ভুলে গিয়েছে ৷ আবার মনে করানোর প্রয়োজন রয়েছে ৷ বাপ বাপই হয় ৷ আবার এয়ার স্ট্রাইকের প্রয়োজন ৷"
শহিদ ক্যাপ্টেনের বাবা কর্নেল ভুবনেশ থাপা বলেন, "আমার ছেলে এত কম বয়সে শহিদ হয়ে একটা নজির তৈরি করে গিয়েছে ৷ বাকি যুবদেরও দেশের সেবায় এগিয়ে আসা উচিত ৷ আমাদের গোটা পরিবার দেশ সেবার সংকল্প নিয়েছি ৷ দুঃখ হলেও আক্ষেপ নেই ৷ গর্ব হচ্ছে ৷ আমার ডোডাতে কমান্ডান্টের সঙ্গে কথা হয়েছে ৷ তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন, তাঁরা জঙ্গিদের খুঁজে বের করে শেষ করবেন ৷"
মা নীলিমা থাপা এদিন বলেন, "আমরা জানি আমার ছেলে আমাদের সঙ্গে থাকবে না ৷ কিন্তু আমরা গর্বিত ৷" অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হেমন্ত শর্মা বলেন, "আমি বারামুলায় দায়িত্বে ছিলাম ৷ এই সমস্যা দীর্ঘদিনের ৷ যতদিন না পর্যন্ত বাইরে থেকে জঙ্গিদের সাহায্য আসা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা মিটবে না ৷" সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাধে নিরাপত্তাবাহিনীর ৷ সেখানেই প্রাণ হারান ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ৷