রামলালা দর্শনের জন্য 'স্পেশাল ট্রেনের' ব্যবস্থা রেলের জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: জামাই আদরে যাত্রীদের অযোধ্যায় নিয়ে যাচ্ছে রেল। নতুন বালিশ ও কম্বল দেওয়া হচ্ছে। অযোধ্যায় রামলালার দর্শনের জন্য উত্তরবঙ্গের নানা এলাকার রাম ভক্তরা আজ, সোমবার স্পেশাল ট্রেনে করে রওনা হলেন। নিউ বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা পর্যন্ত আস্থা স্পেশাল ট্রেন 1300 যাত্রীর জন্য এই ব্যবস্থা করা হয়েছে ৷
জলপাইগুড়িরোড স্টেশনে 00719 আস্থা স্পেশাল ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ট্রেনে উঠেই খাবার থেকে শুরু করে যাত্রীদের জন্য নানা ধরনের ব্যবস্থা রেলর তরফে করা হয়েছে। আস্থা স্পেশাল ট্রেনের যাত্রী অলোকা মুন্সি বলেন, "আজকে সুযোগ পেলাম তাই এই স্পেশাল ট্রেনে করে অযোধ্যায় যাচ্ছি। স্পেশাল ট্রেনে ভালো পরিষেবা পাওয়া যায় না তা আগে জানতাম ৷ কিন্তু এই ট্রেনে উঠে আমার বিপরীত অনুভূতি হল। সকালে স্টেশনের আসার সঙ্গে সঙ্গে আমাদের রেড কার্পেট পেতে বরণ করে নেওয়া হল। আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। এরপর দুপুরের খাবার দেওয়া হল।"
তিনি আরও বলেন, "নিরাপত্তার ভালো ব্যবস্থা করা হয়েছে ৷ শুধু তাই নয়, আমাদের জন্য নতুন বালিশ, নতুন কম্বল দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে। এককথায় আমাদের 'জামাই আদরে' অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে।" আস্থা স্পেশাল ট্রেনের যাত্রী প্রদীপ থাপা জানান, তাঁরা রামলালার দর্শনের জন্য অযোধ্যা যাচ্ছেন। গ্রাম থেকে যত লোকজন এসেছে তাঁদের ভালো ব্যবস্থা করা হয়েছে। আরপিএফ নিরাপত্তা দিচ্ছে। এভাবে স্বাগত জানানোয় তাঁরা কৃতজ্ঞ।
জলপাইগুড়ির তৃণমূল সভাপতি মহুয়া গোপ ফোনে বলেন, "নরেন্দ্র মোদি নিজের জমিদারি পেয়ে গিয়েছেন। বিজেপির জমিদারিতে সব সম্ভব। রেল দফতরকে দিয়ে এটা করানো হচ্ছে। কৃষকরা 100 দিনের কাজের টাকার চাইতে দিল্লি যেতে চাইল ট্রেন ভাড়া করতে হয়। তবু আমাদের ট্রেন দিল না। এদিকে নিজেদের সংগঠনের জন্য রেড কার্পেট বিছিয়ে অযোধ্যাগামী স্পেশাল ট্রেনের যাত্রীদের বরণ করা হচ্ছে !" আজকের পর ফের কবে এই ট্রেন চলবে তা নিশ্চিত করে কিছু বলা না-গেলেও, আগামীতে আস্থা স্পেশাল চালানো হবে বলে সূত্রের খবর ৷
আরও পড়ুন:
- রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সুর্পণখা ও কালনেমি’ যেতে পারেনি, কটাক্ষ দিলীপের
- জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ
- রাম মন্দির উদ্বোধনে মোদি, রইল কিছু বিশেষ মুহূর্তের ছবি