রায়গঞ্জ, 8 ডিসেম্বর: "এসব দেখে কী হবে ! ওখানে যেতে পারবি?", মা প্রশ্ন করেছিলেন ৷ মাকে নিয়েই সেই 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কেবল গেলেন না ৷ বরং বিখ্যাত এই রিয়ালিটি শোতে 'বিগ বি'র মুখোমুখি হলেন। 25 লক্ষ টাকা জিতেও এলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের স্কুল ড্রপ-আউট 28 বছরের মিন্টু সরকার ৷
হট সিটে বসে অমিতাভ বচ্চনের সামনে 13টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তিনি ৷ পরিযায়ী শ্রমিক মিন্টুর প্রতিভায় অবাক গ্রামবাসী ৷ তাঁর সাফল্যে স্বভাবতই খুশি পরিবারও ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 'কৌন বনেগা ক্রোড়পতি' দেখা নিয়ে মায়ের প্রশ্ন থেকেই জেদ চেপেছিল মিন্টুর । ভাবতেন তাঁকেও একদিন খেলতে দেখা যাবে ওই শোয়ে ৷ সেই স্বপ্নকেই সফল করে তুললেন ৷ এ যেন এক রূপকথার গল্প ৷
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাওনিয়া এলাকার ডাঙ্গিপাড়া গ্রামের অত্যন্ত দুঃস্থ পরিবারের ছেলে মিন্টু সরকার । স্থানীয় মহারাজাহাট হাইস্কুলে পড়াশোনা করতেন। 2016 সালে ওই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষাও দেন। সেই পরীক্ষায় 40 শতাংশ নম্বর পান মিন্টু । তবে তারপরে আর পড়াশোনা করা হয়নি তাঁর । কাজ করতে চলে যান সুদূর পঞ্জাবে ।
মিন্টুর বাবা শিবু সরকার গ্রামেই একটি ছোট চায়ের দোকান ও 1 বিঘারও কম একটি জমিতে কাজ করে কোনওক্রমে সংসার চালাতেন । পরে বাবার শারীরিক অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে পরিযায়ী শ্রমিকের কাজ শুরু করেন মিন্টু । বাবার চিকিৎসার জন্য ওই স্বল্প জমিটুকুও বন্ধক রাখতে হয় । চলতি বছরের জানুয়ারি মাসে বাবা প্রয়াত হন । এরপর বাবার দোকানেই ব্যবসা শুরু করেন তিনি ৷
তেমন পড়াশোনা না জানলেও মিন্টুর দেশ-বিদেশের নানান বিষয়ে জানার আগ্রহ প্রবল । এখন প্রায় সকলেরই হাতে স্মার্টফোন ও ইন্টারনেট ৷ তাই ইন্টারনেটের মাধ্যমে সব খবর রাখেন মিন্টুও। বাবা থাকাকালীন তাঁকে সঙ্গে নিয়ে টিভিতে 'কৌন বনেগা ক্রোড়পতি'ও দেখতেন এই যুবক । সেইসময় একদিন মা দেখন সরকার মিন্টুকে প্রশ্ন করেন, "এসব দেখে কী হবে, ওখানে যেতে পারবি?" মায়ের এই কথা শুনেই সেখানে যাওয়ার জেদ চাপে মিন্টুর । শুরু হয় প্রস্তুতি পর্ব ।
ইউটিউবে ইউপিএস-সি লেভেলের শিক্ষামূলক ভিডিয়ো দেখতেন। নিয়মিত সংবাদপত্র পড়তেন মিন্টু। পাশাপাশি দেশ-বিদেশে নানান খবরে ক্রমশ আগ্রহ বাড়তে থাকে তাঁর। মোবাইল ঘেঁটেই সমস্তটা জানতে পেরে 'কেবিসি'-তে অ্যাপ্লাই করেন । বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে অবশেষে নভেম্বর মাসে 'কেবিসি' থেকে ফোন আসে মিন্টুর কাছে । নভেম্বর মাসের 13 তারিখে মাকে নিয়ে মিন্টু পাড়ি দেন সুদূর মুম্বইয়ে । সেখানে প্রথমদিকে একটু ভয় পেলেও বিগ-বি'র সামনে বসে আত্মবিশ্বাস হারাননি প্রত্যন্ত গ্রামের ছেলে মিন্টু । মোট 13 টি প্রশ্নের উত্তর দিয়ে তিনি জিতে নেন 25 লক্ষ টাকা ।