পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও 10 বছর মেয়াদ বাড়ুক হলুদ ট্যাক্সির, দাবি নিয়ে পথে চালক ও মালিকদের একাংশ - YELLOW TAXI

হলুদ ট্যাক্সি ছবি বুকে নিয়ে চালকদের সঙ্গে প্রতিবাদে পথে নামে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল ।

Yellow Taxi
হলুদ ট্যাক্সিকে বাঁচিয়ে রাখার দাবিতে প্রতিবাদ শহরে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 4:33 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য ৷ তাই আরও 10 বছর মহানগরের পথে থাকুক এই হলুদ ট্যাক্সি ৷ সেই দাবিতে শনিবার আইএনটিইউসি ও সেবাদলের পক্ষ থেকে আমহার্স্ট স্ট্রিটে একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দেওয়া হয় ।

বেশ কয়েকটি ছবির মাধ্যমে এ দিন কলকাতা শহরের পরিচয় বোঝাতে হলুদ ট্যাক্সিকে তুলে ধরা হয় ৷ বিক্ষোভকারীদের দাবি, কলকাতা বোঝাতে যেমন থাকবে হাওড়া ব্রিজ, ট্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তেমনই থাকবে অ্যাম্বাসেডর হলুদ ট্যাক্সি ।

হলুদ ট্যাক্সি বাঁচাতে রাস্তায় আইএনটিইউসি ও সেবাদল (নিজস্ব ছবি)

ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, "হলুদ ট্যাক্সি কলকাতার মানুষের গর্ব । ট্যাক্সির পুরোনো যন্ত্রাংশকে নতুন যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করার বিষয় এগিয়ে আসুক সরকার এবং আরও 10 বছর এর মেয়াদ বাড়ানো হোক । এভাবে গাড়িগুলো বসিয়ে দিলে হাজার হাজার গাড়ির মালিক, চালক ও তাঁদের পরিবার পথে বসে যাবে । তাই এদের জীবিকার একটা বিকল্প পথ না বের করে রাতারাতি ট্যাক্সি বন্ধ করা যাবে না । তাই বিকল্প কিছু চিন্তা ভাবনা করুক রাজ্যের পরিবহণ দফতর । সরকারি সহায়তা ছাড়া গাড়িগুলি বন্ধ করে দেওয়া ঠিক হবে না । "

শহরে দূষণ ছড়াচ্ছে 15 বছরের বেশি পুরনো যানবাহন ৷ তাই শহরকে দূষণমুক্ত রাখতে গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রাজপথে থেকে সরে যেতে হবে 15 বছরের বেশি বয়সের যানবাহনগুলিকে ৷ যার মধ্যে একটি বড় সংখ্যায় রয়েছে হলুদ ট্যাক্সি ৷ আগামী বছরের প্রথম দিক থেকেই প্রায় 2500 এর কাছাকাছি ট্যাক্সি বাতিল হবে কলকাতায় ৷

কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি (নিজস্ব ছবি)

15 বছরের পুরোনো বহু হলুদ ট্যাক্সিগুলি মূলত অ্যাম্বাসেডর ৷ রাজ্যে বন্ধ হয়েছে অ্যাম্বাসেডর গাড়ি নির্মাণকারী সংস্থা হিন্দুস্থান মোটরস ৷ তাই তার সঙ্গে অস্তাচলে গিয়েছে অ্যাম্বাসেডর গাড়ির নির্মাণও । আর তাই পথে যেই অ্যাম্বাসেডর ট্যাক্সিগুলো চলছে, সেগুলি অচিরেই বয়সের ভারে স্বাভাবিক নিয়মে চলা বন্ধ হয়ে যাবে ।

আইএনটিইউসি ও সেবাদলের পক্ষ থেকে বিক্ষোভ আমহার্স্ট স্ট্রিটে (নিজস্ব ছবি)

তবে একসঙ্গে এত হাজার ট্যাক্সি বাতিল হলে এই গাড়িগুলির সঙ্গে যুক্ত মালিক ও চালকরা রাতারাতি কর্মহীন হয়ে পড়বেন । যেই ট্যাক্সির উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে, সেই গাড়ি তাঁদের হাত থেকে চলে গেলে তাঁদের পরিবার দুর্বিষহ সমস্যার মধ্যে পড়ে যাবে । তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নামে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল ।

হলুদ ট্যাক্সির ছবি বুকে নিয়ে প্রতিবাদ (নিজস্ব ছবি)

হলুদ ট্যাক্সিতে চড়েছেন উত্তম কুমার থেকে সত্যজিৎ রায়ের মতো অনেক বিখ্যাত মানুষজন । সেই ছবি বুকে নিয়ে বিক্ষোভ দেখান ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা । কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হল রাজা রামমোহন সরণিতে । এর ফলে যানজটের সৃষ্টি হয় বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে । নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন ৷

ABOUT THE AUTHOR

...view details