পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি ! দিল্লি গেলেন বীরভূমের 'সের-পাই' শিল্পী দম্পতি - REPUBLIC DAY 2025

ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের তাঁদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে । আমন্ত্রণ পেয়ে আপ্লুত শিল্পী দম্পতি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে তাঁদের ৷

ON REPUBLIC DAY 2025 CENTRAL INVITED PRESIDENT AWARDEE ARTISTS FROM BIRBHUM IN NEW DELHI
দিল্লি গেলেন বীরভূমের 'সের-পাই' শিল্পী দম্পতি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 5:49 PM IST

লোকপুর (বীরভূম), 24 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ-সহ কয়েকটি অনুষ্ঠানে দিল্লিতে ডাক পেলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী ভোলানাথ কর্মকার ও তাঁর স্ত্রী রুমা কর্মকার । বীরভূমের প্রাচীন ‘সের-পাই’ শিল্পের ধারক ও বাহক এই দুই শিল্পী ৷ ভারত সরকারের বস্ত্র দফতর থেকে চিঠি দিয়ে অতিথি হিসেবে ডাকা হয়েছে তাঁদের ৷ ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তাঁরা ৷

ফোনে শিল্পী ভোলানাথ কর্মকার বলেন, ‘‘খুব ভালো লাগছে । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে শুরু হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাক পেয়েছি ৷ আমরা আশাবাদী যে আমাদের শিল্পের আরও বিকাশ হবে । ধন্যবাদ ইটিভি ভারতকেও । আমাদের খবর তুলে ধরেছিলেন ।’’

প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি বীরভূমের 'সের-পাই' শিল্পী দম্পতি (ইটিভি ভারত)

1950 সালের 26 জানুয়ারি ভারত ‘প্রজাতন্ত্র’ হিসাবে ঘোষিত হয় । এবার 76তম প্রজাতন্ত্র দিবস । সেই উপলক্ষ্যে দিল্লিতে সাজো সাজো রব ৷ বিভিন্ন মন্ত্রকের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ৷ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাক পেলেন বীরভূমের প্রাচীন ‘সের-পাই’ শিল্পের ধারক ও বাহক ভোলানাথ কর্মকার ও রুমা কর্মকার । ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের হস্তশিল্প সেবাকেন্দ্র থেকে তাঁদের চিঠি দিয়ে আমন্ত্রণ করা হয়েছে । এই আমন্ত্রণ পেয়ে আপ্লুত শিল্পী দম্পতি । প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে তাঁদের ৷

জানা গিয়েছে, ব্রিটিশ আমলরে শেষের দিকে বীরভূমের সদর শহর সিউড়িতে বড়লাট এসেছিলেন ৷ তাঁকে ‘সের-পাই’ শিল্পকর্মটি উপহার দেওয়া হয়েছিল। উপহার পেয়ে আপ্লুত হয়ে বড়লাট এই শিল্পের নাম দিয়েছিলেন ‘সিউড়ি-বোল’।

সের পাই শিল্পের ইতিহাস

এক সময় গ্রাম এবং পল্লীতে ধান, গম, চাল, দুধ প্রভৃতি পরিমাপের একক ছিল সের, পাই, আধ পাই, পোয়া, আধ পোয়া, ছটাক প্রভৃতি । 1 পাই অর্থাৎ প্রায় 466 গ্রাম ৷ দু’পাইয়ে 1 সের ৷ অর্থাৎ 1 সের মানে কমবেশি 933 গ্রাম ৷ একদা এই পরিমাপের একক আজ এক অনন্য শিল্প। আম কাঠের সের ও পাইয়ের উপর পিতল দিয়ে নিঁখুত সব শিল্পকর্ম চোখে পড়ার মত । বড় থেকে ছোট পরিমাপের একক সাজিয়ে সাজিয়ে শোভা পায় অভূতপূর্ব শিল্পকর্মটি । বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার কর্মকার পাড়ায় ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই শিল্প ।

শিল্পী কার্তিক কর্মকারের হাত ধরে এই শিল্পের প্রসার ঘটেছিল ৷ শিল্প বিকাশের জন্য 1965 সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন ৷ তাঁর পরবর্তীতে এই শিল্পের ধারক ও বাহক ভোলানাথ কর্মকার । তিনি কার্তিক কর্মকারের ছাত্র তথা জামাই । বর্তমানে এই ভোলানাথ কর্মকার ও তাঁর স্ত্রী রুমা কর্মকার এই কুটির শিল্পকে কোন রকমে টিকিয়ে রেখেছেন ৷ শিল্প বিকাশের ও শিল্পসত্ত্বার জন্য 2014 সালে ভোলানাথ বাবুও রাষ্ট্রপতি পুরস্কার পান ৷ এমনকী 2017 সালে তাঁর স্ত্রী রুমা কর্মকারও রাষ্ট্রপতি পুরস্কার পান ৷ তাঁদের 3 মেয়ে মণীষা, প্রিয়া ও রিয়া কর্মকারও বাবা-মায়ের সঙ্গে শিল্পের সঙ্গে যুক্ত ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details