কলকাতা, 17 মে:আগাম বর্ষা আন্দামানে। এই বছর নির্ধারিত সময়ের 3 দিন আগে অর্থাৎ 19 মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে ৷ ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় 31 মে ঢুকবে মৌসুমী বায়ু । এই পরিস্থিতিতে 10 জুন বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা ৷ এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷ চলতি মাসে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতকর্তা সম্ভাবনা জারি করেছে ৷ সেই সঙ্গে বৃষ্টি হবে ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ক্রমশই বাড়তে চলেছে ৷ কয়েকদিন আগেও স্বাভাবিকের 5 ডিগ্রি নীচে নেমে গিয়েছিল পারদ।তা বেড়ে ফের 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার সম্ভাবনা রয়েছে । বর্ষা প্রবেশের পর জুন মাসে আবহাওয়া কেমন থাকবে তা নির্ভর করবে ৷ বলা যায় কেরলে বর্ষা প্রবেশের উপর তাপমাত্রার পরিস্থিতি নির্ভর করবে ৷
পঞ্চম দফার নির্বাচনে দক্ষিণবঙ্গে বৃষ্টি:
আজ এবং আগামিকাল অর্থাৎ শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে ৷ 19 মে রবিবার রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।কয়েকটি জেলাতে অন্য জেলাগুলির তুলনায় কম বৃষ্টি হবে । 20 মে সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট । ওই দিন দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । ওইদিন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । 21 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে । 22 তারিখ বুধবারও সব জেলায় বৃষ্টি চলবে ৷ হলকা থেকে মাঝারি বৃ্ষ্টির সম্ভাবনা আছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷
উত্তরবঙ্গের আবহাওয়া :