কলকাতা, 16 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কোনও অবস্থাতেই মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক 'হোলি' হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে, ভোটের দিন সকাল ছ'টা থেকে তিনি রাস্তায় থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল ৷
রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার ছবি দেখে বারবার উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল রাজ্যপালকে ৷ বসিরহাট থেকে ভাঙড় উপদ্রুত এলাকায় ছুটেও গিয়েছিলেন তিনি ৷ এমনকী রাজ্যপালের সফরের মধ্যেও অশান্তি, বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷ এরপর হিংসা থামাতে রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল আনন্দ বোস ৷ রাজভবনের দাবি, সেখানে একাধিক অভিযোগ জমা পড়েছিল ৷ যা সংশ্লিষ্ট দফতরেও পাঠিয়ে দিয়েছিল রাজভবন ৷ শুধু রাজ্যপাল নয়, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছিল ৷ তারপরও সমস্যার সমাধান হয়নি ৷ ভোটের আগে থেকে ফল ঘোষণার পরও রক্ত ঝড়েছিল রাজ্যে ৷ সেই থেকে শিক্ষা নিয়েই কী আগেভাগে বার্তা দিয়ে রাখলেন রাজ্যপাল আনন্দ বোস ৷
এদিন রাজ্যপাল বলেন, "লোকসভা ভোটের আমার দুটি অগ্রাধিকার হবে, নির্বাচনে হিংসা ও দুর্নীতির অবসান ঘটানো। আমি জনগণের জন্য সবসময় উপলব্ধ থাকব। আর মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক 'হোলি' হতে দেওয়া হবে না বাংলায়।" একই সঙ্গে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কী পদক্ষেপ নিতে পারে কমিশন, যার উত্তরে রাজ্যপাল বলেন, "আমি রাজ্যপাল, জ্যোতিষ নই ৷ আগে নির্বাচন কমিশন তাদের ঘোষণা করুক, তারপর প্রতিক্রিয়া দিতে পারব ৷" এরপরই পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, "আমি নির্বাচনের দিন সকাল 6টা থেকে রাস্তায় থাকব ৷ জন রাজভবনে থাকব, সাধারণ মানুষের মধ্যে থাকব ৷ পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস, হিংসা দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি হোক সেটা আমরা চাই না ৷"