কুশমন্ডি, 9 জুন:কবর দেওয়ার 20 দিন পর উঠল খুনের অভিযোগ ৷ তার জেরে কবর থেকে গর্ভবতী মহিলার দেহ খুঁড়ে বের করল পুলিশ ৷ রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতের বারোঘরিয়া লক্ষ্মীতলা এলাকায় ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতে রবিবার কুশমন্ডি থানার পুলিশের উপস্থিতিতে গর্ভবতী মহিলার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে ।
উল্লেখ্য, গঙ্গারামপুর থানার অন্তর্গত চম্পাতলি আখিরাপাড়া এলাকার বাসিন্দা ঝর্না মুর্মুর (20) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়ে কুশমন্ডি বারোঘরিয়া লক্ষ্মীতলা এলাকার বছর ছাব্বিশের সনাতন হেমব্রমের । প্রায় দুই বছর ধরে সংসার চলার পরে গর্ভবতী হয়ে পড়েন ঝর্না । বয়স খুব কম হওয়ার কারণে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ এই অবস্থায় গত 20 মে শ্বশুরবাড়িতে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর দুই পরিবারের উপস্থিতিতে গ্রামের পাশেই কবরস্থ করা হয় ঝর্নাকে ।
এদিকে পরে মৃতার বাবা সুনীল মুর্মু কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তাঁদের মেয়েকে অন্তঃসত্ত্বা অবস্থায় মেরে ফেলা হয়েছে । সেই কারণে রবিবার সকালে কুশমন্ডির বিডিও দর্শনা শুব্বার উপস্থিতিতে গর্ভবতী বধূর মৃতদেহ কবর খুঁড়ে উদ্ধার করে পুলিশ ৷