পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বম্বে হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির হংকং মার্কেটে অভিযান, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার নকল প্রসাধনী - Hong kong Market in siliguri

Police Raid Hong kong Market: বম্বে হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটে পুলিশি অভিযান ৷ একাধিক দোকান থেকে উদ্ধার বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ৷ কয়েকটি দোকান সিল করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 9:09 PM IST

শিলিগুড়ি, 16 মার্চ: শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটে পুলিশের অভিযান ৷ বম্বে হাইকোর্টের নির্দেশেই শনিবার এই মার্কেটের বেশ কিছু প্রসাধনী সামগ্রীর দোকানে হানা দেয় পুলিশ ৷ এই অভিযানে একাধিক নামীদামী সংস্থার নকল প্রাসধনী সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে ৷ যার মূল্য কয়েক লক্ষ টাকা ৷ এদিন শিলিগুড়ি থানা, খালপাড়া আউটপোস্ট ও পানি ট্যাঙ্ক আউট পোস্টের পুলিশ একসঙ্গে হংকং মার্কেটে অভিযান চালানো হয়েছে ৷ বেশ কিছু দোকানদার পলাতক ৷

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, শিলিগুড়ি হংকং মার্কেটে বিভিন্ন নামিদামি কোম্পানির নকল প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে । ওই অভিযোগে বম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করে হিন্দুস্তান ইউনিলিভার। সেই মামলার শুনানি হয় ৷ এদিন বম্বে হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ি হংকং মার্কেটে পৌঁছন আদালতের রেকর্ডার। কোর্টের নির্দেশ মতো পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে প্রচুর নকল পণ্য বাজেয়াপ্ত করা হয়। বেশ কয়েকটি দোকান সিলও করে দেওয়া হয়েছে। অভিযোগ কোম্পানির আসল বোতলে নকল সামগ্রী ভরে চলছিল ব্যাবসা।

এই প্রসঙ্গেই, বম্বে হাইকোর্টের রেকর্ডার দীপ্তনীল হাজরা জানান, "বিভিন্ন নামীদামি কোম্পানির আসল বোতলের মধ্যে, নকল পণ্য রিফিল করা হত ৷ তারপর সেই সমস্ত পণ্য চড়া দামে শিলিগুড়ির হংকং মার্কেটে বিক্রি করা হত। এরপরই হিন্দুস্থান ইউনিলিভার বম্বে হাইকোর্টে মামলা করে। কোর্টের নির্দেশ মতো আজ এখানে অভিযান চালানো হয় ৷ সেই অভিযানে প্রচুর নকল পণ্য বাজেয়াপ্ত করা হয়। যে সমস্ত দোকানে এই পণ্য বিক্রি হচ্ছিল সেই সমস্ত দোকানগুলিতে নোটিশ দিয়ে সিল করে দেওয়া হয়েছে । স্থানীয় প্রাশাসনকে সঙ্গে নিয়ে আমরা অভিযান চালাই আজ। চলতি মাসের 27 তারিখ ফের এই মামলার শুনানি রয়েছে ।"

আরও পড়ুন:

  1. খাবারের সন্ধানে ফুলবাড়ির লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতি
  2. চা শ্রমিকদের চা-ওয়ালার প্রণাম, শিলিগুড়ির সভায় প্রধানমন্ত্রী; দেখুন সরাসরি...
  3. শিলিগুড়ি থেকে ফিরেই ভবানীপুরে মৃত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details