শিলিগুড়ি, 16 মার্চ: শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটে পুলিশের অভিযান ৷ বম্বে হাইকোর্টের নির্দেশেই শনিবার এই মার্কেটের বেশ কিছু প্রসাধনী সামগ্রীর দোকানে হানা দেয় পুলিশ ৷ এই অভিযানে একাধিক নামীদামী সংস্থার নকল প্রাসধনী সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে ৷ যার মূল্য কয়েক লক্ষ টাকা ৷ এদিন শিলিগুড়ি থানা, খালপাড়া আউটপোস্ট ও পানি ট্যাঙ্ক আউট পোস্টের পুলিশ একসঙ্গে হংকং মার্কেটে অভিযান চালানো হয়েছে ৷ বেশ কিছু দোকানদার পলাতক ৷
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, শিলিগুড়ি হংকং মার্কেটে বিভিন্ন নামিদামি কোম্পানির নকল প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে । ওই অভিযোগে বম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করে হিন্দুস্তান ইউনিলিভার। সেই মামলার শুনানি হয় ৷ এদিন বম্বে হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ি হংকং মার্কেটে পৌঁছন আদালতের রেকর্ডার। কোর্টের নির্দেশ মতো পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে প্রচুর নকল পণ্য বাজেয়াপ্ত করা হয়। বেশ কয়েকটি দোকান সিলও করে দেওয়া হয়েছে। অভিযোগ কোম্পানির আসল বোতলে নকল সামগ্রী ভরে চলছিল ব্যাবসা।