ঘাটাল, 26 অগস্ট:আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে বাড়তি তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের মধ্যে ৷ চিকিৎসকদের কর্মবিরতি রুখতে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ ঘাটালেও সেই তৎপরতা দেখা গেল ৷ রবিবার রাতে হাসপাতালে গিয়ে নার্স ও ডাক্তারদের আশ্বস্ত করলেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্খ চট্টোপাধ্যায় ৷
ঘাটাল হাসপাতালে গিয়ে নার্সদের আশ্বস্ত করলেন আইসি (ইটিভি ভারত) কর্তব্যরত নার্সদের থেকে জানতে চাইলেন, কেউ বিরক্ত করে কি না ৷ কেউ হুমকি দিয়ে থাকলে ভয় না পেয়ে আমাদের বলুন ৷ নিরাপত্তার কোনওরকম সমস্যা বুঝলেই একটা ফোন করুন পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবে পুলিশ । আমি না এলেও আমার দল এসে পৌঁছবে আপনাদের সাহায্য করতে ৷ নেওয়া হবে কঠোর পদক্ষেপ । ঠিক এভাবেই জেলার বিভিন্ন হাসপাতালে দৌড়ে গিয়ে আশ্বস্ত করছেন পুলিশের আধিকারিকরা ।
মূলত এদিন তিনি নিরাপত্তাজনিত নানান খোঁজখবর নেওয়ার পাশাপাশি মহিলাদের আশ্বস্ত করেন ঘাটাল থানার আধিকারিক ৷ তিনি জানান, নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা বোধ করলে একটি ফোন করলেই পাঁচ মিনিটে পৌঁছে যাবে পুলিশ ৷ নেওয়া হবে কড়া পদক্ষেপও । এরপর সকলকে নম্বর শেয়ার করেন তিনি ৷ যদিও এই বিষয়ে পুলিশ কতটা তৎপর তা সাহায্য চেয়ে ফোন করলেই বোঝা যাবে বলে মত একাংশের ৷ মনে করা হচ্ছে, দিকে দিকে প্রতিবাদ মিছিল ও জমায়েত রুখতে এইসব ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷
আরজি করের ঘটনার পর থেকেও নার্স ও চিকিৎসকদের হুমকি দেওয়ার খবর মিলেছে বেশ কয়েক জায়গায় ৷ অভিযুক্তরা তৎক্ষণাৎ গ্রেফতারও হয়েছে ৷ সবকিছুই আরজি করে ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের জেরেই সম্ভব হচ্ছে বলে মত রাজনৈতিক নেতাদের একাংশের ৷ তবে কী কারণে এই তৎপরতা সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানা যায়নি ৷