কলকাতা, 1 জুন: সপ্তম তথা শেষ দফায় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শুরু হল সকাল সাতটা থেকে ৷ মোট 57টি লোকসভা আসনে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ৷ বাংলার 9টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ ৷ আজ বাংলার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, যাদবপুর আসনে নির্বাচন ৷ সেইসঙ্গে বরানগর বিধানসভায় রয়েছে উপনির্বাচন ৷ সকাল সাতটা থেকে শুরু হয়ে গেল ভোট ৷ দমদম থেকে কলকাতা উত্তর কেন্দ্রের সকালের পরিস্থিতি তুলে ধরল ইটিভি ভারত ৷
দমদম লোকসভা কেন্দ্রটি উত্তর 24 পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্রের লড়াইটা মূলত ত্রিমুখী। বিদায়ী সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে রয়েছেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত। সকাল থেকেই বুথে লম্বা লাইন। সকাল সকাল নিজের মতদানের সুযোগ দ্রুত মিটিয়ে নিতে সকলেই উৎসাহী। শনিবার বাংলার বিভিন্ন কেন্দ্রে নানা সন্ত্রাস এবং গণ্ডগোলের অভিযোগ উঠলেও বেলঘড়িয়া অঞ্চলে সেখবর নেই। রাজনৈতিক দলের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ আবহে ভোটের আয়োজনে।