পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার তৃণমূলের - একশো দিনের কাজ

100 Days work: একশো দিনের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই মতো সোমবার থেকে টাকা দেওয়া শুরু হল।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 10:57 PM IST

Updated : Feb 26, 2024, 11:07 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 100 দিনের কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার। এতদিন বাদে অবশেষে নিজেদের অ্য়াকাউন্টে 100 দিনের টাকা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন কেউ কেউ। কাকদ্বীপ থেকে কোচবিহার মানুষকে টাকা ফিরিয়ে দেওয়ার সেই প্রমাণপত্র মানুষের সামনে উপস্থাপন করল তৃণমূল কংগ্রেস।
এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের নেতা তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় এ ধরনের কিছু ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাজুড়ে খুশির হাওয়া। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো 100 দিনের কাজের বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কয়েকজন উপভোক্তা এই স্ক্রিনশট পাঠিয়েছেন আমাদের।"

শুধু তাই নয় এদিন তৃণমূল কংগ্রেসের এই 100 দিনের কর্মীদের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার রাজ্য সরকারের উদ্যোগ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সেই কথা রেখেছেন। বাংলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এতদিন কেন্দ্রের কারণে বঞ্চিত হচ্ছিলেন। এখন তাঁরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করছেন। ভুলে গেলে চলবে না, গত দুবছর ধরে বাংলার মানুষকে বঞ্চনার জন্য লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। আজও বাংলাকে 100 দিনের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। দেয়নি আবাস যোজনার টাকাও। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানবিক । বাংলার মানুষের টাকা রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের পৌঁছে দেওয়া হচ্ছে।


প্রসঙ্গত, রাজ্যের প্রায় 27 লক্ষ মানুষকে 100 দিনের প্রকল্পের বকেয়া বাবদ প্রথম দফায় 22টি জেলা ও টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 2 হাজার 650 কোটি 60 লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। জিটিএ এলাকায় দেওয়া হয়েছে প্রায় 130 কোটি। এই খাতে 346 কোটি টাকা বরাদ্দ হয়েছে দক্ষিণ 24 পরগণার জন্য। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। তার জন্য বরাদ্দ 281 কোটি। 221 কোটি বরাদ্দ হয়েছে কোচবিহারের জন্য। 190 কোটি পশ্চিম মেদিনীপুরের জন্য বরাদ্দ হয়েছে। আজ থেকে জেলাশাসকের মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাচ্ছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  2. একশো দিনের কাজের পর আবাস যোজনার বকেয়া টাকাও মেটাতে তৈরি রাজ্য, ঘোষণা মমতার


Last Updated : Feb 26, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details