বর্ধমান, 10 জুন: একেবারে হঠাৎ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল দিলীপ ঘোষের । পরদিন বেলাতেই কলকাতা থেকে বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁকে ঘিরে নতুন উদ্যমে পথে নামেন বিজেপি নেতা-কর্মীরা । যা দেখে দিলীপ ঘোষ প্রথম দিনেই মন্তব্য করেছিলেন, "প্রথম দিনেই ছয় মারলাম ৷"
দলীয় সূত্রে খবর, দিলীপ ঘোষ প্রথম দু'দিনেই টের পেয়েছিলেন যে জেলায় বিজেপির সংগঠন নেই । এমনকী বুথ কমিটিকে শুধু খাতায় কলমে শক্তিশালী দেখানো হয়েছিল । এর উপর বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার বিরুদ্ধে ক্ষোভের প্রকোপ পড়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে । মেদিনীপুর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ দিলীপকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল ৷ এমনটাই শোনা যায় বিজেপির অন্দরে ।
এদিকে এবারের লোকসভা ভোটে দিলীপ ঘোষকে 1 লক্ষ 37 হাজার 981 ভোটে হারিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ । 2019 সালে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতাকে 2 হাজার 439 ভোটে হারিয়ে সাংসদ হয়েছিলেন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া ৷ মাত্র 15 দিনের প্রস্তুতিতে জয় পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আলুওয়ালিয়া । বিজেপি আশা করেছিল, এই সাংসদের হাত ধরে দলীয় সংগঠন নতুন করে ঘুরে দাঁড়াবে । বাস্তবে দেখা গেল, দিনের পর দিন সাধারণ মানুষ তো দূরের কথা দলের নেতা কর্মীরাই বিজেপি সাংসদের দেখা পায়নি ।
2021 সালে বিধানসভা নির্বাচনের পরে বিজেপি কর্মীরা যখন শাসকদলের হামলার কারণে ঘরছাড়া হয়েছিলেন, সেই সময়েও আলুওয়ালিয়ার সাহায্য মেলেনি । ফলে দলের অন্দরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল ৷ যা প্রকাশ্যে আসতেই সাংসদের নির্দেশে অনেক পুরনো কর্মীকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয় । বেশ কয়েকজন নেতা-কর্মীকে অন্য জেলার দায়িত্বে পাঠিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় । ফলে লোকসভা ভোটে শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে স্থানীয় বিজেপির নেতা-কর্মীদের দেখা যায়নি ।