দুর্গাপুর, 28 মার্চ: ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী । দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চিরঞ্জিত (রাজু) মজুমদারকে ৷ তাঁকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। ঘটনার বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার অজয়পল্লিতে। মৃত ব্যক্তির নাম লিটন বিশ্বাস (38)। তিনি অজয় পল্লিরই বাসিন্দা ।
বিক্ষোভকারী যতীন কীর্তনীয়া অভিযোগ তোলেন, "এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী পূর্ণচন্দ্র মাঝির ট্রাক্টরে করে অবৈধভাবে অজয়ের মাটি পাচার হচ্ছিল । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালককে ধাক্কা মারে ট্রাক্টরটি । ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের । তৃণমূলের মদতে কাঁকসার শিবপুরের অজয় ঘাট এবং দেউলের অজয় ঘাট থেকে প্রচণ্ড গতিবেগে ট্রাক্টরে করে অবৈধভাবে মাটি এবং বালি পাচার চলছে । এর ফলে আতঙ্কের মধ্যে থাকে অজয় ঘাট থেকে দেউল যাওয়ার রাস্তার মাঝে অজয় পল্লি, কাজলাডিহি-সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ । পুলিশকে একাধিকবার জানানো হয়েছে , তা সত্ত্বেও এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না তারা ।"