দার্জিলিং, 31 জুলাই: আজ বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবস ৷ 1992 সাল থেকে বিশ্বের সর্বত্র এই দিনটিতে ফরেস্ট রেঞ্জার দিবস হিসেবে পালন হয়ে আসছে ৷ 2007 সাল থেকে ভারতে এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে ৷ তবে, বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবস পালিত হলেও, বাস্তবে ফরেস্ট রেঞ্জারদের অবস্থা কেমন ? নিজেদের করুণ অবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা গেল রেঞ্জারদের ৷
তাঁরা জানাচ্ছেন, বিদেশে ফরেস্ট রেঞ্জারদের উন্নত প্রশিক্ষণ ও উন্নত আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামগ্রী দিয়ে আরও দক্ষ করে তোলা হচ্ছে ৷ সেখানে রাজ্যের ফরেস্ট রেঞ্জারদের পরিস্থিতি ততটাই দুর্বিসহ ৷ অত্যাধুনিক সামগ্রী তো নেই, উলটে চোরাশিকার কিংবা পাচারকারীদের রুখতে অস্ত্র কিংবা পর্যাপ্ত গাড়ি পর্যন্ত নেই বলে অভিযোগ ৷ পাশাপাশি বন, বন্যপ্রাণী পাচার ও চোরাশিকার রুখতে ফরেস্ট রেঞ্জারদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় ৷ অনেক সময় বন্যপ্রাণী কিংবা পাচারকারী ও চোরাশিকারিদের আক্রমণে ফরেস্ট রেঞ্জাররা আহত হন ৷ কিছু ক্ষেত্রে প্রাণও হারাতে হয় তাঁদের ৷
এরাজ্যেই গত এক বছরে বন্যপ্রাণীর হামলায় গ্রামবাসীদের বাঁচাতে দু’জন বনকর্মীর মৃত্যু হয়েছে ৷ ন'জন আহত হয়েছেন ৷ কিন্তু, ওইসব ঘটনার পরে রেঞ্জারদের বীরত্বের জন্য কেন্দ্র বা রাজ্যের তরফে আলাদা কোনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ আর ফরেস্ট রেঞ্জার দিবসে সেই দাবিই তুললেন রাজ্যের ফরেস্ট রেঞ্জাররা ৷