কলকাতা, 28 ফেব্রুয়ারি:ভোরের আলো ফুটতেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহম্মদ আলিপার্কে দুর্ঘটনা। বুধবার সকালে তেলের ট্যাঙ্কার উলটে লাগল আগুন ৷ দুর্ঘটনায় ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউ দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। তেলের ট্যাঙ্কারটি উলটে গিয়ে ধাক্কা মারে পার্শ্ববর্তী একটি বাড়িতে। বাড়ির ভিতরেও আগুন লেগে ধোঁয়া বেরতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গ্যাস কাটার নিয়ে আসা হয়। ইতিমধ্যেই চালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
দমকল বাহিনীর সদস্যরা বলেন, "আজ ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটা তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে মহম্মদ আলিপার্কের কাছে উলটে যায়। ট্যাঙ্কার ভরতি তেল থাকায় তা রাস্তায় পড়ে যায় এবং আগুন লেগে যায়। নিমেষে দাউ দাউ করে ট্যাঙ্কাকারটি পুড়ে যায়। পাশের একটি বাড়িতেও আগুন লেগে যায়। প্রাথমিকভাবে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা অনুমান করে দমকলের আরও আটটি ইঞ্জিন পরে ঘটনাস্থলে এসে পৌঁছয়।"