কলকাতা, 25 এপ্রিল: "সুপার নিউমার পোস্টে একটি চাকরিও দেওয়া হয়নি ৷" এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর ক্যাবিনেটের তৈরি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর কথায়, "নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পর সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে । কিন্তু প্রশ্ন হল এখনও পর্যন্ত এই পোস্টে রাজ্য সরকারের তরফ থেকে আদৌ কোনও নিয়োগ করা হয়েছে কি ! উত্তর-না, হয়নি । শুধুমাত্র একটি চাকরি দেওয়া হয়েছে । তাও প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়।"
অভিজিৎকে কটাক্ষ করে ব্রাত্য আরও বলেন, "অতীতেও তিনি যখন চাকরি দেওয়ার কথা বলেছেন, অবশ্যই তা দেওয়া হয়েছে । কিন্তু এক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে সুপার নিউমেরিক পোস্ট থেকেই এই চাকরি দেওয়ার কথা বলেছিলেন । আগে থেকেই এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বিচার-বিশ্লেষণ করা হচ্ছিল । বিচারপতি একদিকে বলেছেন এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা আবার অন্যদিকে সেখান থেকেই তিনি চাকরি দেওয়ার কথা বলছেন ।" এরপরই তাঁর প্রশ্ন, "যদি এটা অনৈতিকই হবে তাহলে তিনি এসএসসি-তেই চাকরি দেওয়ার কথা বলতে পারতেন ৷ কেন সুপার নিউমেরিক পোস্ট থেকে তিনি চাকরি দেওয়ার কথা বলেছেন?"