পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘূর্ণিঝড় দানা'র শঙ্কা ! একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের

দক্ষিণ-পূর্ব রেলের পর এবার উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ ঘূর্ণিঝড়ের কারণে এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷

CYCLONE DANA UPDATES
একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 1:33 PM IST

Updated : Oct 23, 2024, 1:51 PM IST

শিলিগুড়ি, 23 অক্টোবর:শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ 24 অক্টোবর রাত থেকে 25 অক্টোবর সকালের মধ্যে ওড়িশা ও বাংলার উপকূলে জায়গায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ৷ তার আগেই রাজ্যবাসীর নিরাপত্তার স্বার্থে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে দুই রাজ্যের প্রশাসন ৷ এবার সেই পথে হেঁটেই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মঙ্গলবার 151টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ এবার ইস্ট কোস্ট রেলে যাতায়াতকারী 6টি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ? দেখে নিন এক নজরে ...

উত্তর-পূর্ব সীমান্ত রেলের বাতিল হওয়া ট্রেনের তালিকা:

12552 কামাখ্যা-বেঙ্গালুরু এসএফ এক্সপ্রেস

12514 শিলচর-সেকেনদ্রবাদ এসএফ এক্সপ্রেস

22504 ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস

12509 বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস

22503 কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস

15227 বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস

পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হতে পারে বলে চিন্তাভাবনা করেছে রেল কর্তৃপক্ষ ৷ এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "ঘূর্ণিঝড় ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে । এই অবস্থায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । প্রয়োজনমতো পদক্ষেপ করা হবে ।"

ঘূর্ণিঝড়ের কারণে সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড় দানার নির্দিষ্ট ল্যান্ডফল সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি দিল্লির মৌসম ভবন ৷ তবে দক্ষিণবঙ্গে এর ভালোই প্রভাব পড়বে বলে মত আবহবিদদের ৷ তাই সময় থাকতেই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন । দিঘা, মন্দারমণি-সহ অন্যান্য সমুদ্র সৈকত থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন । মৎস্যজীবীদেরও সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । এমনকী, ওড়িশার সমুদ্র সৈকত থেকেও পর্যটকদের ফিরে যেতে বলা হয়েছে ।

আরও পড়ুন:

120 কিমি বেগে ধেয়ে আসছে দানা, বাতিল 151টি ট্রেন

ঘূর্ণিঝড় দানা'র হানায় বঙ্গের দুয়ারে দুর্যোগ, একাধিক জেলায় জারি লাল সতর্কতা

Last Updated : Oct 23, 2024, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details