চুঁচুড়া, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে । সেই সঙ্গে দমকা হাওয়া। তার জেরেই জিটি রোড সহ বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে গাছ । সকালের দিকে হুগলি-হাওড়া বর্ধমান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও, দুপুরের পর থেকে তারকেশ্বর আপ লাইনের ওভারহেড তারে বাঁশ গাছ পড়ে যায় ৷ তার জেরেই 35 মিনিটের বেশি ট্রেন চলাচল বন্ধ থাকে। জিটি রোডের উপর শেওড়াফুলি-তারকেশ্বর গেটের কাছেও ট্রেন থেমে যায়। গেট বন্ধের কারণে জিটি রোড স্তব্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। অন্যান্য জায়গায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা খুবই কম ছিল এদিন।
আরও পড়ুন: শক্তি হারিয়ে কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল', শিয়ালদা দক্ষিণে বন্ধ রেল পরিষেবা
হুগলি জেলার দিল্লি রোড, জাতীয় সড়ক, অসম রোডে যানবাহনের সংখ্যাও কম ছিল । তার উপর ফেরিঘাট বন্ধ থাকায়, রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই ৷ এদিকে সকাল থেকেই ঝড়ের দাপটে ব্যান্ডেল ও চুঁচুড়া জিটি রোডের উপর উপড়ে গিয়েছে একাধিক গাছ । তার জেরেই দীর্ঘক্ষণ বন্ধ ছিল রাস্তা। গাছ সরাতে প্রাশাসনের পক্ষ থেকে দমকল ও পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়েই চন্দননগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মান্দাতা সাউ ও চুঁচুড়ার দমকলের একটি ইঞ্জিন আসে। যৌথ উদ্যোগে রাস্তা থেকে সরানো হয় গাছ ৷ ঝড়-বৃষ্টিতে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।