পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘূর্ণিঝড়-টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে আহত 1, তারে গাছ পড়ে বিঘ্নিত ট্রেন চলাচল - Cyclone Remal Impact - CYCLONE REMAL IMPACT

PUBLIC LIFE DISRUPTED IN HOOGHLY: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বেশ কিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল ৷ ওভারহেড তারের উপর গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। বেস কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷

Cyclone Remal
ঘূর্ণিঝড় রেমালের পর রাস্তায় ভেঙে পড়েছে গাছ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 5:00 PM IST

চুঁচুড়া, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে । সেই সঙ্গে দমকা হাওয়া। তার জেরেই জিটি রোড সহ বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে গাছ । সকালের দিকে হুগলি-হাওড়া বর্ধমান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও, দুপুরের পর থেকে তারকেশ্বর আপ লাইনের ওভারহেড তারে বাঁশ গাছ পড়ে যায় ৷ তার জেরেই 35 মিনিটের বেশি ট্রেন চলাচল বন্ধ থাকে। জিটি রোডের উপর শেওড়াফুলি-তারকেশ্বর গেটের কাছেও ট্রেন থেমে যায়। গেট বন্ধের কারণে জিটি রোড স্তব্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। অন্যান্য জায়গায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা খুবই কম ছিল এদিন।

আরও পড়ুন: শক্তি হারিয়ে কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল', শিয়ালদা দক্ষিণে বন্ধ রেল পরিষেবা

হুগলি জেলার দিল্লি রোড, জাতীয় সড়ক, অসম রোডে যানবাহনের সংখ্যাও কম ছিল । তার উপর ফেরিঘাট বন্ধ থাকায়, রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই ৷ এদিকে সকাল থেকেই ঝড়ের দাপটে ব্যান্ডেল ও চুঁচুড়া জিটি রোডের উপর উপড়ে গিয়েছে একাধিক গাছ । তার জেরেই দীর্ঘক্ষণ বন্ধ ছিল রাস্তা। গাছ সরাতে প্রাশাসনের পক্ষ থেকে দমকল ও পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়েই চন্দননগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মান্দাতা সাউ ও চুঁচুড়ার দমকলের একটি ইঞ্জিন আসে। যৌথ উদ্যোগে রাস্তা থেকে সরানো হয় গাছ ৷ ঝড়-বৃষ্টিতে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

এছাড়াও, ভদ্রেশ্বরের খলিসানী এলাকায় বিদ্যুৎ-এর তারের উপর নারকেল গাছ ভেঙে পরে এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্লক এবং পৌরসভা এলাকায় সেল্টার হোম তৈরি করা হয়েছে । ঝড়ে ক্ষতিগ্রস্থ গৃহহীনদের আশ্রয় দেওয়া হয়েছে ৷ সেখানে ইতিমধ্যেই বহু মানুষ আশ্রয় নিয়েছে। বলাগর, তারকেশ্বর-সহ একাধিক জায়গায় শেল্টার হোমগুলিতে মানুষ আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, রাত থেকে প্রবল ঝড় বৃষ্টির ফলে ভদ্রেশ্বরের একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে এক মহিলা আহত হন। ঘটনাটি তেলিনিপাড়ার বাবুরবাজারে 7 নং ফেরিঘাট ষ্ট্রীটের। এখানে শান্তিপ্রিয় দাসের একটি পুরাতন বাড়ি ভেঙে পড়ে প্রতিবেশী তরুণ পাড়ুই-এর বাড়ির উপর ৷ এই ঘটনায় তরুণ পাড়ুই-এর স্ত্রী শুকতারা পারুই আহত হন।

আরও পড়ুন: রেমালের প্রভাবে বানভাসি কলকাতা, রাতভর বৃষ্টি; সোমেও বাংলা দুর্যোগপূর্ণ

ABOUT THE AUTHOR

...view details