পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুহুর্মুহু গড়িয়ে পড়ছে পাথর ! সিকিম-কালিম্পংয়ে ফের ধস, বন্ধ 10 নং জাতীয় সড়ক - Landslides in Sikkim and Kalimpong - LANDSLIDES IN SIKKIM AND KALIMPONG

Landslides in Sikkim-Kalimpong: টানা বৃষ্টিতে ফের ধস নামল কালিম্পং ও সিকিমের একাধিক জায়গায় ৷ লিকুভিরে জাতীয় সড়কের উপর মুহুর্মুহু গড়িয়ে পড়ছে পাথর ৷ তার ফলে বন্ধ বাংলা-সিকিম লাইফলাইন ৷

ETV BHARAT
সিকিম-কালিম্পংয়ে ফের ধস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 1:23 PM IST

Updated : Jun 16, 2024, 1:58 PM IST

কালিম্পং, 16 জুন: পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল । তার জেরে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক । সম্পূর্ণ বন্ধ বাংলা-সিকিমের এই লাইফলাইন । মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ।

সিকিম-কালিম্পংয়ে ফের ধস (নিজস্ব ভিডিয়ো)

রবিবার সকালে কালিম্পংয়ের লিকুভিরে 10 নম্বর জাতীয় সড়কের উপর বড় বড় পাথর গড়িয়ে পরতে শুরু করে । এতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । নতুন করে ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন । একইভাবে 10 নম্বর জাতীয় সড়ক ধরে কিরনা থেকে মাল্লি যাওয়ার পথও ধসের কারণে বন্ধ হয়ে যায় । এছাড়াও এদিন সকালে ভালুখোলায় ধসের ঘটনা ঘটে । তবে কয়েক ঘণ্টার মধ্যে প্রশাসন তৎপরতার সঙ্গে ধস সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে ৷

অন্যদিকে, মঙ্গন থেকে গ্যাংটক ও মঙ্গন থেকে সিংথাম যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ রয়েছে ৷ জানা গিয়েছে, মঙ্গনের টিসিপি আর্মি রাংরাংয়ের কাছে এবং রিমিতখোলার লালবাজারের কাছে নতুন করে ধসের ঘটনা ঘটেছে । কালিম্পংয়ের লিকুভিরে ধসের ঘটনায় ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । শিলিগুড়ি থেকে সিকিমগামী গাড়ি করোনেশন সেতু হয়ে রঙপো দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । পাশাপাশি ওই রাস্তায় যেসব গাড়ি আটকে রয়েছে, সেগুলি আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে । ধসের কারণে পাথর পরা বন্ধ হলে সেই গাড়িগুলি ধীরে ধীরে ছাড়া হবে । তবে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে ।

গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টির কারণে ফুঁসছে তিস্তা ৷ তার ফলে বানভাসি কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা ৷ ভেঙেছে বহু বাড়িঘর ৷ কিছুদিন আগের হড়পা বানের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে কালিম্পংয়ের মানুষকে ৷ এরই মধ্যে বৃষ্টি এতটুকু না-কমায় পরপর পাহাড়ে ধস নামার ঘটনা ঘটছে ৷ রবিবার সকালেও প্রবল ধস নামায় দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন ৷

Last Updated : Jun 16, 2024, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details