কলকাতা, 11 অগস্ট: দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। 15 অগস্ট পর্যন্ত বৃষ্টি পরিস্থিতি রাজ্যজুড়ে। তবে গাঙ্গেয় বঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির ঝাপটা বেশি বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই এই বৃষ্টি পরিস্থিতি রাজ্যজুড়ে।
আজ বঙ্গের কোথায়, কতটা বৃ্ষ্টির দাপট? (ইটিভি ভারত) বৃষ্টির কারণ-
- আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, প্রত্যেকদিনই পশ্চিমবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর পাশাপাশি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মৌসুমী ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গে পুরুলিয়া এবং কাঁথির ওপর দিয়ে গিয়েছে।
- তারপর তা পূর্ব-দক্ষিণ-পূর্বমুখী হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পড়েছে। এছাড়াও সমুদ্র পৃষ্ঠের 0.9 কিলোমিটার এবং 1.5 কিলোমিটার ওপরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে। এর ফলেই এই বৃষ্টি পরিস্থিতি চলছে।
সতর্কতা-
- উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে, বলে জানিয়েছে হাওয়া অফিস।
- এছাড়াও, দুই দিনাজপুর, নদিয়া, দুই 24 পরগনা কলকাতাতেও আগামী পাঁচদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি চলবে।
- পুরুলিয়া ও বাঁকুড়া এই দুই জেলা এবং বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়াগায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ঘাটতি-
- তবে এই বৃষ্টি পরিস্থিতিতে উত্তরবঙ্গে পরিমাণের চেয়ে বৃষ্টি বেশি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘাটতি অব্যাহত থাকবে। আলিপুর জানিয়েছে, জুন থেকে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টির ঘাটতি ছিল তা মিটেছে বলা যাবে না। কারণ বৃষ্টি পরিস্থিতি চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি কম হলেও থাকবে।
শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রির কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 শতাংশ ও সর্বনিম্ন 78 শতাংশ। আজ থেকে ফের বৃষ্টি পরিস্থিতি। তুলনায় বাড়বে বৃষ্টি। মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।