পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড় সিদ্ধান্ত মেট্রোর ! গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে পরিষেবা - Metro Service During Durga Puja - METRO SERVICE DURING DURGA PUJA

যাত্রীদের সুবিধার্থে পুজোর আগেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল ৷ গ্রিন লাইন 2-এ বাড়ানো হচ্ছে পরিষেবা ৷

Metro Services During Durga Puja
বড় সিদ্ধান্ত মেট্রোর (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 10:33 AM IST

কলকাতা, 5 অক্টোবর: পিতৃপক্ষ শেষ হয়ে এসেছে দেবীপক্ষ । শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ৷ বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর দুর্গাপুজো মানেই নতুন জামা-জুতো । শহরের সমস্ত বাজারে এখন তিল ধারণের জায়গায় নেই । কেনাকাটার জন্য হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার, নিউ মার্কেটকে পুজো শপিংয়ের 'মক্কা' বলা হয়ে থাকে ।

এবার কলকাতার মানুষের সুবিধার জন্য পুজোর আগেই বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন । মহালয়া থেকেই রাস্তায় ভিড় শুরু হয়ে গিয়েছে । তাই যাত্রী ভিড় এড়াতে আগামী 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । এই 5 দিন গ্রিন লাইন 2-এ 118টির পরিবর্তে চলবে 130টি মেট্রো ।

দিনের প্রথম পরিষেবা:

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময়

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময়

দিনের শেষ পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে

দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে 12 থেকে 15 মিনিট ৷ সাধারণত, এই রুটে দুটি মেট্রো পরিষেবার মধ্যে ব্যবধান থাকে কুড়ি মিনিট । অন্যদিকে, রবিবার অর্থাৎ 6 অক্টোবর 46 পরিষেবার পরিবর্তে চালানো হবে 82টি মেট্রো ৷

রবিবার দিনের প্রথম মেট্রোর সময়:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 1টা 55 মিনিটে

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 2টোর সময়

রবিবার দিনের শেষ পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্লানের পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 11 টার সময়

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 11টার সময়

প্রতি 12 মিনিট অন্তর মিলবে একটি মেট্রো ৷ সাধারণত, রবিবার দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকে কুড়ি মিনিটের ৷

ABOUT THE AUTHOR

...view details