কলকাতা, 5 অক্টোবর: পিতৃপক্ষ শেষ হয়ে এসেছে দেবীপক্ষ । শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ৷ বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর দুর্গাপুজো মানেই নতুন জামা-জুতো । শহরের সমস্ত বাজারে এখন তিল ধারণের জায়গায় নেই । কেনাকাটার জন্য হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার, নিউ মার্কেটকে পুজো শপিংয়ের 'মক্কা' বলা হয়ে থাকে ।
এবার কলকাতার মানুষের সুবিধার জন্য পুজোর আগেই বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন । মহালয়া থেকেই রাস্তায় ভিড় শুরু হয়ে গিয়েছে । তাই যাত্রী ভিড় এড়াতে আগামী 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । এই 5 দিন গ্রিন লাইন 2-এ 118টির পরিবর্তে চলবে 130টি মেট্রো ।
দিনের প্রথম পরিষেবা:
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময়
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময়
দিনের শেষ পরিষেবা:
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে