পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসি যাই ভাতা পাই ! সোমে পরিষদীয় দলের বৈঠকে নীরব বিধায়কদের কী বার্তা মমতার - ASSEMBLY BUDGET SESSION 2025

সোমবার পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত বছর যাঁরা বিধানসভায় নীরব ছিলেন, সেই বিধায়কদের কি কড়া বার্তা দেবেন ?

ETV BHARAT
সোমবার পরিষদীয় দলের বৈঠকে মমতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 1:26 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি:একজন বিধায়কের জন্য পারফরম্যান্সের দুটি জায়গা । একটি হল তাঁর নিজের বিধানসভা ক্ষেত্র । অপরটি অবশ্যই বিধানসভা । গত অর্থবছর অর্থাৎ 2024-25 অর্থবছরে 40 দিন অধিবেশন হয়েছে রাজ্য বিধানসভায় । কিন্তু শাসকদল তৃণমূল কংগ্রেসের এমন অনেক বিধায়ক ছিলেন, যাঁদের এই 40 দিনে সক্রিয় ভূমিকা নেওয়া তো দূরের কথা, একটি প্রশ্নও করতে দেখা যায়নি ।

আগামিকাল অর্থাৎ সোমবার আরও একটি নতুন বছর শুরু হচ্ছে রাজ্য বিধানসভার জন্য। ওই নির্দিষ্ট দিনেই দলীয় বিধায়কদের নিয়ে বসছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় শাসকদলের নীরব বিধায়কদের নিয়ে তিনি কী বলেন সেদিকেই সকলের চোখ থাকবে।
খাতা-কলমের হিসেব বলছে, এই মুহূর্তে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা 221 । তৃণমূল পরিষদীয় দল যে তালিকা তৈরি করেছে তাতে এ ধরনের নীরব বিধায়কের সংখ্যা একশোর উপরে ।

এই বিধায়কদের একটা তালিকা তৈরি করা হয়েছে । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামিকাল দলনেত্রী যখন বিধানসভায় আসবেন, পরিষদীয় দলের সঙ্গে বৈঠকের আগেই সেই তালিকা তুলে দেওয়া হবে দলনেত্রীকে । 'আসি যাই ভাতা পাই' এমন বিধায়কদের উদ্দেশে সোমবার কড়া বার্তা দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল পরিষদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল কংগ্রেসের এক শীর্ষস্তরীয় পরিষদীয় দলের সদস্যের কথায়, "বিধানসভা বিধায়কদের বলার জায়গা । বিভিন্ন বিষয়ে প্রস্তাব, আইন প্রণয়ন, প্রশ্নোত্তর, এমনকি নিজেদের এলাকার সুবিধা-অসুবিধা তুলে ধরার জন্য দৃষ্টি আকর্ষণী পর্ব ও জিরো আওয়ারের মতো একাধিক গুরুত্বপূর্ণ পর্ব থাকে । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বিধায়কেরা এই বিভাগগুলোকে বিশেষ কাজে লাগানোর জন্য আগ্রহ প্রকাশ করেন না । তাঁরা বিধানসভায় আসেন, খাতায় সই করে চলে যান । দলনেত্রী এক্ষেত্রে আমাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, আগামী দিনে আর বিধানসভায় এসে শুধু সই করে চলে গেলে চলবে না । প্রত্যেক বিধায়ককে এই বিধানসভার কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে । আগামিকাল নিশ্চয়ই দলনেত্রী এ বিষয়টি তুলে ধরবেন । এখনও যদি তাঁরা সতর্ক না হন তাহলে দল কড়া পদক্ষেপ করবে ।"

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধায়কদের সঙ্গে বসছেন । দুপুর একটা থেকে সেই বৈঠক হবে । সেখানে দলনেত্রীর যা বার্তা দেওয়ার তিনি তা দেবেন । কিন্তু আমাদের বক্তব্য একটাই, প্রত্যেকেই বিধানসভার সময়টিকে কাজে লাগান । আপনার এলাকার মানুষের কথা আরও বেশি করে বলুন । ছোট ছোট প্রশ্ন দিন । সুবিধা অসুবিধা উল্লেখ করুন । আমার দীর্ঘ পরিষদীয় জীবন থেকে আমি এমনটাই শিখেছি ।"

প্রসঙ্গত, পারফরম্যান্স খারাপ এমন তালিকায় নাম রয়েছেন একাধিক প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক । বর্তমানে বিধায়ক হলেও একটা সময় যাঁরা মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, অথচ আজ বিধায়ক হিসেবে 'নীরব', এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবিত্রী মিত্র, আবদুল করিম চৌধুরী, গিয়াসউদ্দিন মোল্লা, তপন দাশগুপ্তের মতো বিধায়ক । নীরব বিধায়ক হিসেবে রয়েছেন চিরঞ্জিত, কাঞ্চন মল্লিক, রুকবান-উর রহমান, আশিস মার্জিত, শম্পা ধারা প্রমূখ । তালিকাটা বেশ দীর্ঘ ।

একইসঙ্গে, পারফরম্যান্স ভালো এমন বিধায়কদের মধ্যে রয়েছেন, অপূর্ব সরকার, রানা চট্টোপাধ্যায়, মহম্মদ আলি, দেবব্রত মজুমদার, শ্যামল মণ্ডল, সমীর জানা, সুকান্ত পাল-সহ আরও অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details