কলকাতা, 24 জানুয়ারি: পৌষমেলার আয়োজন নিয়ে বিধায়কের সঙ্গে সংঘাতের জেরে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ । আর এই ঘটনায় মুখ পুড়েছিল দলের । তবে তা কারও নজর এড়ায়নি। সবটাই দেখেছিলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রীর ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের এই দাপুটে নেতা কাজল শেখ । শুধু মুখ্যমন্ত্রীর উষ্মার মুখে পড়েই ক্ষান্ত হলেন না, খোয়ালেন কোর কমিটির পদও ।
মঙ্গলবার কালীঘাটে নিজের বাড়িতে বীরভূম জেলা সংগঠন নিয়ে বৈঠক করেন মমতা । এই বৈঠকে জেলার সমস্ত জন প্রতিনিধি থেকে শুরু করে ব্লক সভাপতি ও রাজ্য নেতৃত্বের সকলে উপস্থিত ছিলেন । সেখানে বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কার্যত দলনেত্রীর প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হয় । তাছাড়া জেলায় দলের সাংগঠনিক অবস্থা ঠিক কেমন তারও খোঁজ নেন মমতা।
তৃণমূল সূত্রে খবর, বৈঠক ছাড়ার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও ? মনে রেখো তুমি শুধু জেলা পরিষদের সভাধিপতি । গোটা বীরভূম দাপিয়ে বেড়ানোর প্রয়োজন নেই । আপাতত নতুন কোর কমিটি গঠন করা হল । সেই কমিটির বাইরেই থাকবে তুমি । প্রয়োজন হলে তোমাকে ডেকে নেওয়া হবে ।"
জানা গিয়েছে, এদিনের বৈঠকে অনুব্রতপন্থীদেরই বাড়তি গুরুত্ব দিয়েছেন দলনেত্রী । সেদিক থেকে এদিন কাজল শেখের গতিবিধি কিছুটা নিয়ন্ত্রণ করা হল । তবে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে এমন নয় । তাঁকে আসন্ন নির্বাচনে কেতুগ্রাম ও নানুর দুই বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। সবমিলিয়ে দলের মধ্যে ভারসাম্য রক্ষার পথেই মমতা হাঁটলেন বলে মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন :
- নিজে খাব না, কাউকে খেতেও দেব না; মোদির বাণী তৃণমূল নেতার গলায়
- 'কাজল আগে সম্মানীয় পদে ছিল না', সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বললেন শতাব্দী
- জয়দেব মেলায় হাসছেন 'তিহারবন্দি' অনুব্রত, ব্যানারে নেই কাজল শেখের ছবি