চুঁচুড়া, 15 মে: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। এভাবেই আগামিদিনে ইন্ডিয়া জোটের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, 2024 সালে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস । চুঁচুড়ায় রচনার সমর্থনে এসে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
বুধবার মমতা চুঁচুড়া মাঠে তিনি বলেন, "চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে । বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা নেই । চিৎকার করবে । ইনিয়ে-বিনিয়ে ভাঁওতা করবে । জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না । অহংকার করে বিজেপি অহংকার করে বলছিল, এবার চারশো পার ৷ মানুষ বলছে দুশো পার হবে না । এবার হবে পগারপার । তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না । ওরা বিজেপির সঙ্গে রয়েছে । আমি দিল্লির কথা বলছি । সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে সরকার গঠন করে দেব আমরা ।"