পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ - Mamata Banerjee

Mamata Meeting With Police Administration: নবান্নে মঙ্গলবার রাজ্য সরকারের সমস্ত দফতর, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্দেশখালি ছাড়াও রাজ্যের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর ৷

Mamata Meeting
নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 11:04 PM IST

কলকাতা, 11 জুন: সন্দেশখালির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্নের পর্যালোচনা বৈঠকে বসে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী ৷

নির্বাচনের আগে থেকেই খবরের শিরোনামে ছিল সন্দেশখালি ৷ এত কিছু ঘটনা ঘটলো, তার আগাম কোনও আঁচ গোয়েন্দা রিপোর্টে সরকারের কাছে আসেনি । আর এই বিষয়টিকে ভালোভাবে দেখছেন না মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, সন্দেশখালি নিয়েই এবার মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকে । মূলত এই বৈঠকে রাজ্য সরকারের সমস্ত দফতর, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশাপাশি জেলাশাসক পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন । সেখানে শুধু সন্দেশখালি নয়, ট্রাকচালকদের থেকে টাকা তোলা নিয়েও পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে খবর ।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নাকি এদিন অভিযোগ করে জানিয়েছেন ওভারলোডিং ট্রাক থেকে পুলিশ টাকা তুলছে । সেই টাকা সরাসরি চলে যাচ্ছে কাঁথিতে । রাজ্য প্রশাসনের কাছে এই বিষয়ে তথ্য রয়েছে ৷ প্রয়োজনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার । তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনের বৈঠক সম্পর্কে রাজ্য সরকার বা পুলিশ বা সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য জানানো হয়নি ।

জানা গিয়েছে, এদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে পর্যালোচনা বৈঠকে । তার মধ্যে ছিল আবাসের প্রসঙ্গও। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা দিচ্ছে না রাজ্যকে । ফলে রাজ্যের গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যবাসীকে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । আগামী ডিসেম্বর মাস থেকে সেই প্রকল্প শুরু হতে পারে এমন একটা ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী । তা নিয়ে আলোচনা করতে গিয়েই তাৎপর্যপূর্ণভাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের জন্য নতুন করে সমীক্ষা করার কথা জানিয়েছেন বলেই জানা যাচ্ছে । এক্ষেত্রে যাঁরা যোগ্য তাঁরা যাতে কোনও ভাবে বঞ্চিত না হন, সেই জন্যই এই সমীক্ষা হবে বলে খবর ।

এদিন প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও ওঠে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেন কোনও গাফিলতি না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । সাম্প্রতিক ঝড় পরবর্তী পরিস্থিতিতে সুন্দরবন এবং তার লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলের নদী বাঁধগুলো নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী । তিনি চাইছেন বৃষ্টি পুরোদমে শুরু হওয়ার আগেই এই সমস্ত এলাকায় দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হোক । একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনও সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখা যাবে না । সময়ের কাজ সময়ে শেষ করতে হবে । এক্ষেত্রে যে কোনও প্রকল্পের কাজে যাতে স্বচ্ছতা আসে সেদিকেও নজর রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন মমতা ।

রাজ্য পুলিশে রদবদল, কে কোন দায়িত্ব পেলেন ?

আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রশাসনের ভিতরের খবর বাইরে চলে যাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন । মনে রাখতে হবে প্রশাসনের কাজে গোপনীয়তা অত্যন্ত জরুরি বিষয়, সেক্ষেত্রে প্রশাসনেরই একাংশের উদাসীনতায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী । আর সেই কারণেই এই বিষয়টি নিয়ে মৃদু সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে । পাশাপাশি নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করেছেন মমতা । এক্ষেত্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details