কলকাতা, 23 সেপ্টেম্বর:রাজ্যে বড়সড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । গতকাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর চিপ তৈরির একটি কারখানা তৈরির কথা ঘোষণা করা হয়েছে । আর তা নিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতে তৈরি সেমিকন্ডাক্টর চিপ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর সেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা হচ্ছে কলকাতায় । আজ সমাজ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর সাধারণ মানুষকে দিয়েছেন । একইসঙ্গে দু'দেশের রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ।
এদিন মুখ্যমন্ত্রী তার সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, "আমি সৌভাগ্যবান, কলকাতার জন্য ঐতিহাসিক এবং আন্তর্জাতিক বিনিয়োগ সিদ্ধান্তের কথা গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা করেছেন । সেমিকন্ডাক্টর সেক্টরে আমাদের রাজ্যে একটি বড় আমেরিকান বিনিয়োগের দুর্দান্ত খবরের পিছনে থাকা আমাদের দীর্ঘ এবং কঠিন অনুশীলনের পটভূমির গল্পটি সত্যিই ভাগ করে নেওয়ার যোগ্য ।"