পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কোনও অভিযোগ যেন না পাই', নেতা-কর্মীদের হুঁশিয়ারি মমতা-অভিষেকের - TMC 21 JULY RALLY - TMC 21 JULY RALLY

Abhishek in 21 July TMC Rally: পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের আর বছর দুয়ের বাকি ৷ তবে চব্বিশের লোকসভা ভোটের পর 21 জুলাইয়ের মঞ্চ থেকে বঙ্গে সরকার গড়ার সেই নির্বাচনের জন্য লক্ষ্য বেঁধে দিলেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 3:21 PM IST

Updated : Jul 21, 2024, 5:21 PM IST

কলকাতা, 21 জুলাই: "এখন থেকে কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ যেন না পাই", একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পুরসভা, পঞ্চায়েত, বিধায়ক, সাংসদদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আগে বক্তৃতা দিতে ওঠেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও এদিন সাফ জানিয়ে দেন নির্বাচনী ফলাফল বেরনোর পর দলের কোন কর্মী কী করেছে, সেই ভূমিকা খতিয়ে দেখবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷

তবে মহিলাদের শ্রদ্ধা করা নিয়ে এদিন বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, "আপনারা দেখেছেন, অন্যায় করলে আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না ৷ তৃণমূল কংগ্রেসকেও গ্রেফতার করি ৷ পরিষ্কার বলছি মা-বোনেদের সম্মান দেবেন, আরও বেশি করে ৷"

শহিদ দিবসের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

লোকসভা ও বিধানসভা উপ-নির্বাচনে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর বছর দুয়েক বাদেই 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ কিন্তু এই জয়ের মধ্যেও দলের কর্মী-নেতাদের একাংশের বিরুদ্ধে নানারকম অভিযোগ থেকে শুরু করে অত্যাচারের ঘটনা সামনে আসছে । চোপড়ার জেসিবি থেকে আড়িয়াদহের জয়ন্ত সিং- সবাই তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ কিছু ক্ষেত্রে তৃণমূল নেতারাই তাদের পাশে দাঁড়িয়েছেন ৷

এই ঘটনাগুলিতে কিছুটা হলেও বিরোধীদের চাপের মুখেই ফেলেছে ঘাসফুলকে ৷ এদিকে লোকসভা, বিধানসভা উপ-নির্বাচনে ভালো ফলাফল করলেও তাকে আত্নতুষ্টি নয় বলেই জানিয়েছেন দলের সেনাপতি অভিষেক ৷ চব্বিশের একুশে জুলাইয়ে দলের টার্গেট 2026 সালের বিধানসভা নির্বাচন ৷ সেটাই যে দলের পাখির চোখ, তা বুঝিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই নির্বাচনের প্রস্তুতিতে দলীয় শৃঙ্খলা নিয়ে রবিবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের কর্মী-নেতাদের কড়া বার্তা দিলেন মমতা-অভিষেক ৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সব পুরসভা, পঞ্চায়েত, বিধায়ক, সাংসদ- সবাইকে বলব, এখন থেকে কোনও অভিযোগ যেন কারও বিরুদ্ধে দল না-পায় ৷ যদি কোনও অভিযোগ পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব ৷ এটা মাথায় রাখবেন ৷ বাড়িতে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন, লোভ করবার দরকার নেই ৷ আমরা লোভী হতে চাই না ৷"

ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেকও একই সুরে বলেন, "পঞ্চায়েতে, পুরসভায় যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের কর্মীদের কথা ভাবতে হবে ৷ নিজের কথা ভাবলে চলবে না ৷ আমি নির্বাচনের আগে ও পরে বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করেছি ৷ আমি বলেছি, ফলের পর কার কী ভূমিকা ছিল, সেটা দল খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে ৷"

Last Updated : Jul 21, 2024, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details