কলকাতা, 10 এপ্রিল:আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি। আজ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি । স্কুল শিক্ষা দফতরের একটি অনুষ্ঠানে সম্প্রতি ছাত্র ছাত্রীদের বিনামুল্যে নোট বই বিতরণ করে । বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে নোটবই বিতরণের বিষয়টিকে সাধুবাদ জানানো হলেও অভিযোগ করা হয় যে, যে নোট বইগুলি বিতরণ করা হয়েছে তার ওপর বড় বড় করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপা রয়েছে । তাই এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এর ফলে এইসব ছাত্র ছাত্রীদের অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে । এই বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলেই অভিযোগ করেছে পদ্ম শিবির ।
বিজেপির পক্ষ থেকে বলা হয় যে, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর সরকারি কোষাগারের অর্থ থেকে কোনও রাজনৈতিক দলের বিজ্ঞাপনী প্রচার চালানো নিয়মের পরিপন্থী । তাই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর ছবির পরিবর্তে স্বামী বিবেকানন্দ কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ব্যবহার করা যেতে পারে ।