কলকাতা, 1 জানুয়ারি:আজ নতুন বছরের প্রথম দিন । আর ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস । এবার তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস । আর এই বিশেষ দিনেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে নিজেদের লক্ষ্য স্থির করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর নতুন বছরের প্রথম দিন থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে শুরু করল রাজ্যের শাসকদল ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় যে বার্তা দিয়েছেন, সেখানে স্পষ্ট করেছেন যে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, নতুন বছর বা তার পরবর্তী সময়েও তা চালিয়ে যাবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলার মানুষের স্বার্থের জন্য তাঁরা যে লড়াই করছেন, আগামী দিনেও এই লড়াই জারি থাকবে ।
এদিন সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর উপলক্ষে একটি নতুন গান সাধারণ নাগরিক থেকে দলীয় কর্মী সকলের জন্য লিখেছেন, যেটি গেয়েছেন সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন । তার সঙ্গেই মুখ্যমন্ত্রী লিখেছেন, "সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভনন্দন । এর পাশাপাশি আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবসও । এই বছরে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমার লেখা ও সুর করা একটি গান আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম । গানটি গেয়েছেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রী ইন্দ্রনীল সেন । বাংলার মানুষের স্বার্থের জন্য আমাদের লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে । জয় হিন্দ ! জয় বাংলা ! বন্দেমাতরম ! তৃণমূল কংগ্রেসে জিন্দাবাদ ! মা-মাটি-মানুষ জিন্দাবাদ !"
একইভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তাতে স্পষ্ট, দলের কর্মীরাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ । আগামী দিনে তৃণমূল কংগ্রেস সকলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাবে, এই বার্তাই দিয়েছেন তিনি ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সোশাল মিডিয়ায় যে বার্তা দিয়েছেন তাতে তিনি লিখেছেন, "আমরা 2025-কে স্বাগত জানাই, আসুন আমরা আশা এবং সংকল্প নিয়ে সামনের দিকে তাকাই । প্রতিটি নতুন বছর সাহস, সমবেদনা এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত একটি পথনির্দেশ তৈরি করে, নতুন করে যাত্রা শুরু করার সুযোগ নিয়ে আসে । এই বছরটি আমাদেরকে চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠতে, সম্প্রীতি বজায় রাখতে এবং সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে হাতে হাত মিলিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে । আমরা যেন একতার মধ্যে শক্তি, আমাদের হৃদয়ে উদারতা এবং প্রতিটি পরীক্ষার মুখে স্থিতিস্থাপকতা খুঁজে পাই । সামনে অর্থপূর্ণ অগ্রগতি, ভাগ করা আনন্দ এবং প্রচুর সুযোগে ভরা একটি বছর । 2025 সালের নববর্ষের শুভেচ্ছা জানাই !"
প্রসঙ্গত কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে কেন্দ্র করে গত বছরের শুরু থেকে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন শুরু করেছিল, তার সুফল গত পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তী লোকসভা নির্বাচনে ঘরে তুলেছে রাজ্যের শাসকদল । শাসকদলের নেতাদের অভিযোগ, দিনের পর দিন কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা করছে, রাজ্যের মানুষের থেকে টাকা নিয়ে গিয়ে রাজ্য সরকারকে সেই টাকা দিচ্ছে না ৷ এজন্য সরাসরি জনতা জনার্দনের দরজায় গিয়েই এই নিয়ে লড়াই আরও জোরদার করতে চায় এ রাজ্যের শাসকদল ।
যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এখনও হাতে এক বছর সময় রয়েছে । এই একটা বছরের মধ্যে এমন অনেক রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি বিধানসভায় পড়তে পারে । কিন্তু রাজ্যের শাসকদল চাইছে, সরাসরি মানুষের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আরও বেশি রাজপথে থাকতে ৷ সেই মতো শাসকদলের তরফ থেকে দলীয় কর্মীদের আরও সংগঠিত করে মানুষের দরজায় যাওয়ার বার্তা দেওয়া হয়েছে । সাধারণ মানুষের ইস্যুুগুলিকে নিয়ে আন্দোলনে নামার কথা বলা হয়েছে ।