নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শুরু হল মাধ্যমিক পরীক্ষা নরেন্দ্রপুর, 2 ফেব্রুয়ারি: আতঙ্কের পরিবেশ কাটিয়ে কড়া নিরাপত্তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হল নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে ৷ শুক্রবার সকাল থেকেই স্কুল চত্বর এবং বাইরের রাস্তায় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷
পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস ৷ এদিকে নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করে ৷ স্কুলের সামনে কোনও অভিভাবককে থাকতে দেওয়া হয়নি ৷ প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোনারপুর বিডিও সিঞ্জিনি সেনগুপ্তকে ৷
তিনি নিজে সকাল থেকে পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখেছেন ৷ এদিন পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই সকাল সাড়ে ন'টার মধ্যে বিডিও স্কুলে পৌঁছন ৷ প্রতিটি ক্লাসরুম নিজে ঘুরে দেখেন ৷ কোথাও কোনও অসুবিধা হচ্ছে কি না, সেই বিষয়ে খোঁজ নেন ৷
পরীক্ষা শুরুর পর স্কুলে আসেন বারুইপুরের মহকুমাশাসক চিত্রদীপ সেন ৷ তিনি 10.10 মিনিট পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন এবং ঘুরে দেখেন ৷ প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন তিনি ৷ এরপর পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে তিনি জানান নির্বিঘ্নে পরীক্ষা শুরু হয়েছে ৷ মোট 231 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ৷ কোনও পরীক্ষার্থী অনুপস্থিত নেই ৷ স্থানীয় এক স্কুলের শিক্ষক তন্ময় বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বোরাল হাইস্কুলের ছাত্রদের এখানে সিট পড়েছে ৷ অভিভাবক এবং পড়ুয়ারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন ৷ এখানে কোনও সরকারি পরিবহণ নেই ৷ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ৷"
জানুয়ারি মাসের শেষে এই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে ৷ এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর ৷ এই ঘটনায় প্রধান শিক্ষক জড়িত বলেও অভিযোগ ওঠে ৷ বহিরাগতরা স্কুলে ঢুকে ভাঙচুর, তাণ্ডব চালায় ৷ আজ এই ঘটনায় ধৃত চারজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ এর মধ্যে রয়েছেন গ্রামপঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, স্কুল পরিচালন কমিটির সদস্য মানিজুর রহমান ৷ এছাড়া বিষ্ণুপুর ব্লকের পানাকুয়া গ্রামপঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রবীর সরদার এবং পানাকুয়া গ্রামের রাঘবপুর এলাকার বুথ সভাপতি অসীম ঈশ্বর ৷
আরও পড়ুন:
- নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষকদের উপর হামলা, 2 দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের
- অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, নরেন্দ্রপুরে স্কুলে ভাঙচুর-শিক্ষকদের মারধর !
- নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় মিনাখাঁ থেকে গ্রেফতার তিন, আজ আদালতে পেশ অভিযুক্তদের