পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণ, এপারে লক্ষ কণ্ঠে গীতাপাঠ - LOKHO KONTHE GITA PATH

কাওয়াখালির কুরুক্ষেত্র ময়দানে হল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এক অনন্য নজিরের সাক্ষী শিলিগুড়ি ৷ হাজির ছিলেন রাজ্য বিজেপির একাধিক হেভিওয়েট নেতা।

LOKHO KONTHE GITA PATH
কুরুক্ষেত্র ময়দানে হাজার হাজার সনাতনী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

শিলিগুড়ি, 15 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ। প্রতিবাদে এপার বাংলায় লক্ষ কণ্ঠে গীতাপাঠ। রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শিলিগুড়ি। শহর সংলগ্ন কাওয়াখালির কুরুক্ষেত্র ময়দানে সনাতনীদের উপস্থিতিতে প্রায় লক্ষাধিক মানুষের গলায় ধ্বনিত হল গীতা। পুরো উত্তরবঙ্গ তো বটেই সারা ভারত থেকে এসেছেন প্রায় 1 হাজার 100 জন বিশিষ্ট সাধু।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে সনাতন সংস্কৃতি সংসদ জানিয়েছিল এই মেগা গীতাপাঠের কথা ৷ সেই মতো এদিন সমস্ত কিছুর আয়োজন করে রেখেছিল শিলিগুড়ি ৷ রবিবার এই গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক প্রথম সারির নেতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যারা এসেছিলেন। এদিনের এই অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব। সকাল থেকেই পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র ময়দানে।

এক অনন্য নজিরের সাক্ষী শিলিগুড়ি (নিজস্ব ছবি)

এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে।" পাশাপাশি এদিন ফিরহাদ হাকিমের সংখ্যালঘু মন্তব্যকেওএক হাত নেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, "ফিরহাদ হাকিমের মনে যা ছিল সেটাই এসেছে। সেজন্য তাঁকে ধন্যবাদ। আসলে এঁদের মতো নেতারা কখনও সিপিএম, কখনও তৃণমূলকে ব্যবহার করে এসেছে।"

এপারে লক্ষ কণ্ঠে গীতাপাঠ (নিজস্ব ছবি)

এছাড়াও এদিনের লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নিপীড়িত মানুষদের পাশে থাকার অনুরোধ জানান তিনি। তিনি জানান, বিশ্বকে সঙ্কট খেকে বের করে নিয়ে আসতে এবং মানবতাকে রক্ষা করতে হিন্দুদের জাগতে হবে। উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে ব্রিগেডের এই গীতাপাঠ গিনেস বুক অফ রেকর্ডসে নাম তোলে ৷

ABOUT THE AUTHOR

...view details