কোচবিহার, 18 অগস্ট:আপার প্রাইমারিতে চাকরি পাওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন কালীপদ সেন নামে এক ব্যক্তি ৷ 8 বছর কেটে গেলেও এখনও তিনি চাকরি পাননি ৷ তাই রবিবার ধরনায় বসলেন প্রতারিত ৷ রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারে ৷ অভিযুক্ত তৃণমূল নেতার নাম মিলন সেন ৷ দিনহাটা-2 ব্লকের আবুতারায় নেতার বাড়ির সামনে পরিবারকে নিয়ে ধরনায় বসেন প্রতারিত ৷
অভিযোগ, আইএনটিটিইউসি-র দিনহাটা-2 ব্লকের সভাপতি মিলন সেন ৷ তাঁকে 2016 সালে 8 লক্ষেরও বেশি টাকা দেওয়া হয়েছিল উচ্চপ্রাথমিকে চাকরির জন্য ৷ তারপর থেকে দীর্ঘ সময় কেটে গেলও মেলেনি চাকরি ৷ মিলন সেনের থেকে একাধিকবার টাকা চেয়েও ফেরত পাননি প্রতারিত ৷ বাধ্য হয়ে এদিন টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে ধরনায় বসেছেন কালীপদ ৷ প্রতারিত কালীপদ সেন বলেন, "ভাইয়ের আপার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য 8 লক্ষেরও বেশি টাকা দিয়েছি। চাকরি হয়নি। সামান্য টাকা ফেরত দিয়েছে। এখনও প্রায় 7 লক্ষ টাকা বাকি আছে । সেই টাকার দাবিতেই এদিন ধরনায় বসেছিলাম ৷"