পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশুখাদ্য হিসেবে ব্যবহৃত গেমা গাছের বীজ থেকে তৈরি হচ্ছে খই, কর্মসংস্থানে নতুন দিশা - khoi Prosseing

Puffed Rice Processing:পশু খাদ্য হিসেবে ব্যবহৃত গেমা গাছের ফল থেকে সুস্বাদু খই প্রস্তুত, বিকল্প খাদ্য হিসাবে যেমন জনপ্রিয়তা লাভ করছে তেমন নতুন কর্মসংস্থানের দিশা দেখিয়েছে ৷

khoi Prosseing
গেমা গাছের বীজ থেকে তৈরি হচ্ছে খই

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 8:57 PM IST

পশুখাদ্য হিসেবে ব্যবহৃত গেমা গাছের বীজ থেকে তৈরি হচ্ছে খই,

নদিয়া, 1 মার্চ:গবাদি পশুর খাদ্য হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় গেমা। সাধারণত নিচু কিংবা পরিত্যাক্ত জমিতে এই গেমা গাছের চাষ হয়ে থাকে । এই গাছের বীজ থেকে থেকে যে খই তৈরি হতে তা অনেকেরই অজানা ছিল ৷ নদিয়ার কৃষ্ণগঞ্জের মেলার গেলে মিলবে গেমা গাছের বীজ থেকে তৈরি খই ৷ তাও খুব কম দামে ৷ 100 গ্রাম খইয়ের দাম 10 টাকা ৷

শিব দিবস উপলক্ষ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবার এলাকায় মেলা বসেছে ৷ সেই মেলাতেই বিক্রি হচ্ছে গেমা বীজের থেকে তৈরি খই ৷ 200 গ্রামের খইয়ের প্যাকেটের দাম 20 টাকা । কোনও রকম রাসয়নিক ছাড়াই নদীর সাদা বালিতে বাজা হচ্ছে এই খই ৷

কোথা থেকে আসছে এই গেমা বীজ ?

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সাধারণত বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড এলাকায় এই গেমা গাছ বেশি দেখা য়ায় ৷ তবে বর্তমানে বাংলাতেও চাষ হচ্ছে এই বিশেষ প্রজাতির গাছের ৷ তবে বিহার ও ঝাড়খন্ড থেকেও আনা হয় গেমা গাছের বীজ আনা হয় ৷ তা দিয়ে তৈরি হচ্ছে খই ৷

কী ভাবে তৈরি হয় গেমার বীজের খই ?

খই ব্যবসায়ী মুক্তি মণ্ডল জানান, এই বীজ আনার পর প্রথমে কাঠের উনুনের উপর ভাপানো হয় ৷ এর পর গরম লোহার কড়াইয়ে নদীর সাদা বালি দিয়ে বীজগুলি ভাজা হয় ৷ এর থেকে তৈরি হয় খই ৷ কোনও রকম রাসায়নিক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খই তৈরি হয় ৷ এই খই তৈরির এখন বাংলার মানুষকে রুজি-রুটি সহ বিকল্প পথ দেখাচ্ছে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে । তার উপর রাসয়নিক ছাড়া হওয়ায় এই খই ছোট থেকে বড় সকলেই খেতে পারেন ৷

নদিয়ার কৃষ্ণগঞ্জে আয়োজিত শিব দিবসের মেলায় খই বিক্র করতে আসা এক ব্যবসায়ী রামলাল মণ্ডল বলেন, "মূলত কাঠের জ্বালানি ব্যবহার করলে তবে খইগুলি ভালো ভাবে তৈরি করা যায় ৷ গঙ্গার সাদা বালিতে ভাজা হয় এই খই ৷ কোনওরকম রাসায়নিক না থাকায় এই খইয়ের চাহিদাও বেশি ৷

আরও পড়ুন:

  1. কনকচূড়ের খই দিয়েই তৈরি হবে 'জয়নগরের মোয়া', ধানকাটার কাজ শেষ পর্যায়ে
  2. ফের ধান চাষে উৎসাহী হবেন কৃষকরা, লক্ষ্মীবারে কালোনুনিয়ার জিআই ট্যাগে খুশি উত্তরবঙ্গ
  3. আবহাওয়ার খামখেয়ালিতে অমিল কনকচূড় ধান, সমস্যায় দক্ষিণ 24 পরগনার মোয়া কারিগররা

ABOUT THE AUTHOR

...view details