পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদাতেও আধার কার্ড বাতিলের চিঠি, পাশে থাকার আশ্বাস দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব - aadhaar deactivation letter

Aadhaar Card Deactivation: ফের আধার কার্ড বাতিল হওয়ার চিঠি ৷ এবার মালদায় একই পরিবারের তিন সদস্যের কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ৷ পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat
আধার কার্ড বাতিলের চিঠি মালদায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 10:26 PM IST

মালদার হবিবপুরে আধার কার্ড বাতিলের চিঠি আসায় ঘুম উড়েছে পরিবারের

মালদা, 21 ফেব্রুয়ারি: এবার আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিশ এল মালদাতেও ৷ হবিবপুর ব্লকের আইহো গ্রামপঞ্চায়েতের বকশিনগর গ্রামের খোট্টাপাড়ায় এক পরিবারের তিনজনের আধার কার্ড বাতিল হওয়ার নোটিশ এসেছে ৷ সেই চিঠি হাতে পেয়ে ঘুম উড়েছে ওই পরিবারের ৷ যদিও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

খোট্টাপাড়ার পাল পরিবারের কাছে গতকালই আধার কার্ড বাতিলের নোটিশ পৌঁছয় ৷ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির রিজিওনাল অফিস থেকে পাঠানো সেই নোটিশে লেখা রয়েছে, বসবাসের সঠিক তথ্য প্রমাণ না-থাকায় আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেটের 28-এ রেগুলেশন অনুযায়ী সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে ৷

তবে শুধু মালদায় নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেই অনেকের আধার কার্ড বাতিলের খবর পাওয়া যাচ্ছে ৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি পাঠিয়েছেন ৷ রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন, কেন্দ্র আধার কার্ড বাতিল করলেও রাজ্যের তরফে তাদের পরিচয়পত্র দেওয়া হবে ৷ তার জন্য ইতিমধ্যেই পোর্টাল খোলা হয়েছে ৷

পাল পরিবারের তিন সদস্যের আধার কার্ড বাতিল হওয়া প্রসঙ্গে গ্রামের লোকজন জানাচ্ছে, ওই পরিবারের আধার-নির্ভর সব পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে ৷ এর মধ্যে রেশন কিংবা রান্নার গ্যাস রয়েছে ৷ তেমনই ব্যাংকিং পরিষেবাও ৷ অথচ ওই পরিবারের সবার আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ড, মোবাইল, ব্যাংকের পাশবুক-সহ সবকিছু রয়েছে ৷

এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা অমৃত হালদার বলেন, "গতকাল চিঠি পেতেই ওই পরিবারের লোকজন আমার কাছে এসেছিলেন ৷ তাঁদের নাকি ভারতে থাকার কোনও তথ্য প্রমাণ জমা করা হয়নি ৷ বিষয়টি আমি দলকে জানিয়েছি ৷ এনিয়ে আমি প্রশাসনের কাছেও আর্জি জানাব, যাতে এর জন্য এই পরিবারটি সরকারি সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত না-হয় ৷ এদের কাছে সবকিছুই রয়েছে ৷ তবু কেন এমন হল, তা আমাদেরও জানতে হবে ৷ অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, এর জন্য কোনও সমস্যা হবে না ৷ যদি বিজেপি সরকার কারও আধার কার্ড বাতিলও করে দেয়, তাদের জন্য দিদি নতুন ব্যবস্থা করছেন ৷ রাজ্য সরকারের পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা হবে ৷"

আরও পড়ুন:

  1. একদিনে আধার কার্ড বাতিল সংক্রান্ত দেড়শোর বেশি অভিযোগ জমা পড়ল গ্রিভান্স পোর্টালে
  2. আধার কার্ড বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে পাশে থাকার বার্তা মমতার
  3. আচমকাই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট! ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না স্থানীয়রা

ABOUT THE AUTHOR

...view details