দার্জিলিং, 16 এপ্রিল: পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের । ঘটনায় আহত আরও এক নাবালক । মঙ্গলবার সকালে ওই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা-বাগানে । ক্ষোভে চা-বাগানের শ্রমিকরা শিশুটির দেহ প্রায় পাঁচ ঘন্টা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশবাহিনী ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা-বাগানের পাশেই ওই পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় নাবালকের । মৃত নাবালকের নাম লিয়ন কুজুর (5) । ঘটনায় আহত হয়েছে তার দাদা । আহত দাদার নাম ইউনুস কুজুর । জানা গিয়েছে, এ দিন সকালে দুই ভাই সাইকেল করে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে যাচ্ছিল । ঠিক সেই সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর পিছন থেকে ওই সাইকেলে ধাক্কা মারে । ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাইয়ের ।
স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । ফাঁসিদেওয়া ব্লক হাসপাতালে পাঠানো হয় প্রথমে । কিন্তু নাবালকের শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । এরপর ক্ষিপ্ত স্থানীয়রা ট্রাক্টরটিকে আটকে ভাঙচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ বাহিনী ।