বালুরঘাট, 2 সেপ্টেম্বর:অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি ! রান্নার চালের বস্তায় গুটখার প্যাকেট । এমনই অভিযোগ উঠল ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার পর খাবার দিতে গিয়ে এক শিশুর খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পাওয়া যায় । এদিকে ওই খাবার অন্য কিছু শিশু আগেই খেয়ে ফেলে । ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ৷
চারজন শিশু অসুস্থ বোধ করায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান । স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে প্রতিনিয়ত শিশুদের খাবার রান্না হচ্ছে । পাশাপাশি বেহাল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । নোংরা ও অপরিষ্কার জায়গায় রান্না হয় । ভেঙে পড়েছে ঘরের দেওয়াল । দীর্ঘদিন ধরে বন্ধ শৌচালয় ৷ একরকম অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । সেখানেই হচ্ছে মিড-ডে মিলের রান্না ।