কলকাতা, 20 নভেম্বর:জাঁকিয়ে শীত পড়ার আগেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই হয়তো নয়া অতিথি আসতে চলেছে আলিপুর চিড়িয়াখানায়। 100 বছর পর ফের কলকাতা চিড়িয়াখানায় পা রাখতে চলেছে চিতা বিড়াল (Leopard Cat) ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি থেকে সেটিকে নিয়ে আসা হচ্ছে। চলতি মাসের মধ্যেই দর্শকরা তাকে আলিপুর চিড়িয়াখানায় দেখার সুযোগ পাবেন ৷ শুধু চিতা বিড়াল নয়, সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার কথা চলছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।
একশো বছর আগে আলিপুর চিড়িয়াখানায় চিতা বিড়াল থাকলেও ঠিক কবে থেকে সেটি নেই তা সঠিক করে বলতে পারছেন কেউই। চলছে সরকারি দস্তাবেজ ঘেঁটে তথ্য সন্ধানের কাজ। এদিকে, এক শতাব্দী পর এই অতিথিকে পেতে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। নতুন এনক্লোজার তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ব্যবস্থাও করা আছে । এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি।