কলকাতা, 17 অগস্ট: বৃষ্টিস্নাত কলকাতায় বামেদের মিছিল । বিকেলের রাজপথে বৃষ্টির সঙ্গে উঠল স্লোগান ৷ বৃষ্টি উপেক্ষা করেই রাসবিহারী থেকে অ্যাকাডেমি পর্যন্ত আরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট ও কংগ্রেস । "প্রতিটা ঘটনার জবাব দিতে হবে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতাকে । দেখতে থাকুন আগামী দিনে কী হয়", মিছিলের শুরুতেই হুঁশিয়ারির সুর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায় ।
এদিন বাম-কংগ্রেসের যৌথ মিছিলের নেতৃত্বে ছিল মহিলা ব্রিগেড ৷ মিছিলের মধ্যবর্তী স্থানে হাঁটতে দেখা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থেকে সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীদের । ছিলেন নরেন চট্টোপাধ্যায় থেকে প্রবীর দেব । এদিনের মিছিলে স্লোগান ওঠে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচার চাই । সঙ্গে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ । মিছিল এদিন রাসবিহারী মোড় থেকে এসপি মুখার্জি রোড ধরে সোজা রবীন্দ্র সদন হয়ে অ্যাকাডেমির সামনে শেষ হয় । শুরুতেই অঝোর ধারায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করেই এগিয়ে যায় ।