পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি দফতরে আইনজীবীর শ্লীলতাহানি ! গ্রেফতার ভূমি সংস্কার দফতরের কর্মী - Female Lawyer Molested

Female Lawyer Molested in Government Office: সরকারি দফতরে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ভূমি সংস্কার দফতরের এক কর্মী ৷ বৃহস্পতিবারের ঘটনায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী ৷

Female Lawyer Molested in Government Office
সরকারি দফতরে আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:36 PM IST

আরামবাগ, 30 অগস্ট: আরজি কর-কাণ্ডে যখন গত 22 দিন ধরে উত্তাল গোটা রাজ্য তথা দেশ ৷ এই পরিস্থিতিতে ফের একবার রাজ্য সরকারি দফতরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ তাও আবার একজন আইনজীবীর সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার সন্ধেয় হুগলির আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘটনাটি ঘটেছে ৷ অভিযুক্ত ওই দফতরের কর্মী বলে জানা গিয়েছে ৷

আরামবাগ থানায় লিখিত অভিযোগে হেনস্তার শিকার আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধে নাগাদ একটি কাজে তিনি আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান ৷ অভিযোগ, দফতরের দোতলায় ওঠার সময়, সিঁড়িতে এক ব্যক্তি তাঁকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করেন ৷ ঘটনাস্থলেই তিনি প্রতিবাদ জানান ৷ চিৎকার শুনে লোকজনও জমা হয়ে যায় সেখানে ৷ এরপর ওই আইনজীবী সোজা আরামবাগ থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ৷

পুলিশ মহিলার দায়ের করা এফআইআরের বিরুদ্ধে রাতেই অভিযুক্ত ভূমি ও ভূমি সংস্কার দফতরের ওই কর্মীকে গ্রেফতার করে ৷ যদিও, অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি সিঁড়ি দিয়ে নামার সময় বেসামাল হয়ে মহিলার উপর পড়ে গিয়েছিলেন ৷ তিনি ইচ্ছাকৃত বা কোনও অসৎ উদ্দেশ্যে মহিলাকে স্পর্শ করেননি ৷

যদিও, এই ঘটনায় ফের একবার সরকারি দফতরে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ যেখানে গত 9 অগস্ট আরজি করে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ৷ যে ঘটনায় কর্মক্ষেত্রে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ আরজি করের ঘটনায় রাজ্যে মহিলাদের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷ রোজই আন্দোলন, প্রতিবাদ মিছিল বেরচ্ছে কলকাতার রাজপথে ৷ এই পরিস্থিতি একজন আইনজীবীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ, সেটিও একটি সরকারি দফতরে ৷ যা রাজ্যের নারী সুরক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলে দিল বলেই মনে করছে নাগরিকসমাজের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details