কলকাতা, 29 নভেম্বর: বই-খেলাধুলো ছেড়ে দিয়ে পেটের তাগিদে শিশুদের কাজ করতে দেখলে উদ্বিগ্ন হয় সকলেই । দারিদ্রতা, বেঁচে থাকার লড়াই, এসব কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেক শিশুকে শৈশবেই কর্মজীবনে প্রবেশ করতে হয় । কিন্তু সোমবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক যে সুখবর দিলেন, তা রাজ্যবাসীর জন্য বেশ সন্তোষজনক ৷ তাঁর দাবি, এই মুহূর্তে রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা শূন্য । এই তথ্য সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব । অর্থাৎ রাজ্য শ্রমদফতরের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ।
এদিন রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়কদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে, রাজ্যে এই মুহূর্তে শিশু শ্রমিকের সংখ্যা কত ? তারই জবাব দিতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা শূন্য । অন্তত তাঁর দফতর যে খোঁজখবর রেখেছে, তাতে 2024 সালে কোনও শিশু শ্রমিকের খোঁজ রাজ্যে পাওয়া যায়নি ।
এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, "রাজ্যে শিশু শ্রমিক নিয়ে সচেতনতা তৈরির জন্য সারা বছর ধরেই সচেতনতা শিবির চালানো হয় । এক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলিরও সাহায্য নেওয়া হয় । রাজ্যে প্রত্যেক বছর 12 জুন শিশু শ্রমিক রোধ দিবস পালন করা হয় । শুধু তাই নয়, শিশু শ্রমিকদের পুনর্বাসন ও অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে মোটা অর্থ খরচ করা হয় ।"