কলকাতা, 11 নভেম্বর:নির্বাচনের সময় বিতর্কের আবহে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছেড়েছিলেন কুণাল ঘোষ। পরবর্তী কালে দলের তরফ থেকে মুখপাত্রের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যে মিডিয়া টিম রয়েছে তা পরিচালনার দায়িত্ব রয়েছেন জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার ফলে নিয়মিত তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে বারে বারে।
সোমবার নির্বাচন কমিশনে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের তরফ থেকে যে চিঠি মিডিয়ার হাতে এসেছে তাতে দেখা গিয়েছে কুণাল ঘোষের নামের তলায় জ্বলজ্বল করছে 'সাধারণ সম্পাদক' পদটি। আর সেই জায়গা থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল-ঢাক, ঢোল পিটিয়ে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও আবারও কি এই নীরবে এই পথ ফিরে পেলেন কুণাল? যদিও এর সদুত্তর সরাসরি মেলেনি। তবে মনে করা হচ্ছে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সম্প্রতি কুণালকে এই পদ ফিরিয়ে দিয়েছেন।