কালীঘাট, 16 অগস্ট:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরঘেরাওয়ের আগেই বিজেপির কর্মসূচি ভেস্তে দিল কলকাতা পুলিশ ৷ শুক্রবার বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি ভনথি শ্রীনিবাসনের নেতৃত্বে আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্র পলের । তবে শ্যামবাজারের বিক্ষোভে তাঁকে আটক করা হয় বলে তিনি এই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি ।
মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের আগেই বিজেপিকে রুখে দিল কলকাতা পুলিশ - RG Kar Doctor Rape And Murder
BJP Mohila Morcha Rally of Mamata Banerjee House Gherao: বিজেপির কর্মসূচি শুরুর আগেই আটকে দিল পুলিশ ৷ বাধ্য হয়ে পিছু হঠল গেরুয়া শিবিরের মহিলা মোর্চা বাহিনী ৷
Published : Aug 16, 2024, 11:05 PM IST
এরপর বিকেল 6 নাগাদ এক্সাইড মোড়ে উপস্থিত হন ভনথি শ্রীনিবাসন এবং ফাল্গুনী পাত্র । তবে তার অনেক আগে থেকেই গার্ডরেল দিয়ে পুরো জায়গাটি ঘিরে রেখেছিলেন ভবানীপুর এবং ময়দান থানার পুলিশ । মহিলারা গিয়ে সেটা ধাক্কা দিয়ে ফেলে দিলে পুলিশের তরফে মাথা ঠান্ডা রেখে তাঁদের বিরত করা হয় । তবে কোনওমতেই বিজেপির পক্ষ এক চুলও এগোবার উপায় থাকে না । সেখানেই তাঁরা দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন । বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ।
কিন্তু অবশেষে কর্মসূচি না করতে পেরেই মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী ভনথি শ্রীনিবাসন এবং বাকিদেরকে বেরিয়ে যেতে হয় । তবে যাওয়ার সময় তিনি জানিয়ে যান যে এই পুরো বিষয়টি দিল্লিতে জানাবেন এবং রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ ও রাজ্য সরকার এই হত্যার বিষয় নিয়ে ভীত ৷ তারা দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন তাই বিরোধীদের প্রতিবাদ করতে দিচ্ছে না কোনওভাবেই । তবে এভাবে থেমে থাকবে না কেউ ৷ আন্দোলন চলবে ৷