পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ ! আরজি করের আশেপাশে জমায়েতে নিষেধাজ্ঞা লালবাজারের

আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই এলাকায় 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল লালবাজার ৷

RG Kar Hospital Area
আরজি কর হাসপাতাল চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 10:57 AM IST

কলকাতা, 16 অক্টোবর: ফের জমায়েতে না লালবাজারের ৷ এবার আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ ৷ জানা গিয়েছে, আগেই এই বিষয় সেখানে নিষেধাজ্ঞা জারি করেছিল লালবাজার ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক আধিকারিক বলেন, "আগের যে নিষেধাজ্ঞা ছিল তার সময়সীমা আরও 15 দিন বৃদ্ধি করা হয়েছে শুধু, আর কিছুই নয় ৷" কেন এই সিদ্ধান্ত ? সেই বিষয়ে লালবাজারের তরফে কিছুই জানানো হয়নি ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, শ্যামপুকুর থানা এলাকা, উল্টোডাঙা থানা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তার জন্যই এই নিষেধাজ্ঞা ৷ তবে তার মধ্যে আছে বেলগাছিয়া, জেকে মিত্র ক্রসিং, এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও ৷

ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করেই কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে ৷

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, 16 অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী 30 সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত বেআইনি বলে গণ্য হবে ৷ আইনশৃঙ্খলা বজায় রাখতেই বিশেষ নির্দেশিকা জারি লালবাজারের বলে খবর ৷

গতকালই দ্রোহের কার্নিভাল আটকাতে রানি রাসমনি এভিনিউতে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছিল লালবাজার ৷ এর বিরুদ্ধে চিকিৎসক সংগঠনগুলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ বিচারপতি রবি কৃষাণ কাপুরের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ আদালত কলকাতা পুলিশের নোটিশ খারিজ করে জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুমতি দেয় ৷ পাশাপাশি, নোটিশ অনুযায়ী কলকাতা পুলিশ যে সব জায়গায় ব্যারিকেড দিয়েছে, সেগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ এরপর কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভর্মার তরফে করা ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details