পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের আগেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল - সার্ভিস রিভলভার থেকে গুলি

Police Constable Died by Suicide: ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল ৷ এবারও সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন 28 বছরের যুবক ৷ বাড়ি থেকে তাঁর বিয়ে ঠিক হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ কী কারণে এই ঘটনা তদন্তে লালবাজার ৷

Kolkata Police Constable
কলকাতা পুলিশের কনস্টেবল

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 10:06 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল ৷ প্রায় পাকাপাকিও হয়ে গিয়েছিল তাঁর বিয়ে । তবে বিয়ের ঠিক কিছুদিন আগেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবল । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে । মৃত কনস্টেবলের নাম জয়ন্ত সরকার ।

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারের সামনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল । বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে আলিপুর থানার পুলিশ । মৃত জয়ন্তের বয়স হয়েছিল 28 বছর । তিনি নদিয়ার শান্তিপুরের বাসিন্দা । কমব্যাট ফোর্সে কর্মরত ছিলেন জয়ন্ত । জানা গিয়েছে, বুধবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাঁর ডিউটি ছিল । বেলা সাড়ে বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি সেখানে ডিউটিও করেছেন । এরপর পুলিশ ট্রেনিং স্কুলে ফিরে আসেন তিনি ।

পুলিশ তরফে আরও খবর, গতকাল রাতে অস্ত্রাগারের সামনে থেকে গুলির আওয়াজ পাওয়া যায় ৷ সেই আওয়াজ পেয়ে জয়ন্তের বন্ধুরা সেখানে আসেন । তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন জয়ন্ত । হাতেই রয়েছে তাঁর সার্ভিস রিভলভার । পুলিশের অনুমান, ডিউটি করে ফিরেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যান পুলিশকর্মীরা । কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ।

জয়ন্তর দেহ শান্তিপুরে তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে লালবাজার ৷ পাশাপাশি এই ঘটনার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ । ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কলকাতায় এসেছেন ৷ পুলিশের সঙ্গে কথা বলে দেহ নিয়ে যাওয়ার জন্য আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ তারপর দেহ নদিয়ায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  2. খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  3. আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ

ABOUT THE AUTHOR

...view details